January 14, 2025

মোদিকে উপহার দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু?প্রধানমন্ত্রী প্রশংসা করেন গুকেশের ধৈর্য্য ও লড়াকু মনোভাবের

0
Chess

১৮ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বজয় করেছেন ডি গুকেশ। ৬৪ খোপের যুদ্ধে সেরা হওয়ার পরই ভারতীয় দাবাড়ুকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। গুকেশের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। উপহার হিসেবে পেলেন একটি সুদৃশ্য দাবার বোর্ডও। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ১৪ গেমের লড়াইয়ে গুকেশের প্রতিদ্বন্দ্বী ছিলেন চিনের ডিং লিরেন। একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করেন গুকেশ। ৭.৫ পয়েন্ট নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন। কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন, গ্যারি কাসপারভের নজির ভেঙে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।

গুকেশের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন দাবাড়ুর বাবা-মাও। গুকেশ মোদির হাতে তুলে দেন একটি সুদৃশ্য দাবার বোর্ড। গুকেশ ছাড়াও সই ছিল তাঁর প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনের সইও। প্রধানমন্ত্রী গুকেশের ধৈর্য্য ও লড়াকু মনোভাবের প্রশংসা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারতের গর্ব, বিশ্বজয়ী দাবাড়ুর সঙ্গে দারুণ কথাবার্তা হল। গত কয়েক বছর ধরেই ওর সঙ্গে কথা বলছি। যেটা আমাকে সবচেয়ে বেশি চমকে দেয়, সেটা হল গুকেশের একাগ্রতা ও লড়াকু মনোভাব। ওর আত্মবিশ্বাস রীতিমতো অনুপ্রেরণা দেবে। আমি একটা ভিডিও দেখেছিলাম, যেখানে গুকেশ বলেছিল যে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই। ওর নিজের পরিশ্রমের জন্যই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed