কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা! শাস্তির মুখে কোহলি? ইতিহাস বুমরাহর, নজিরে সামনে কোহলি ও রাহুল
কনস্টাসের দাপুটে ইনিংস। প্রথম ইনিংসে বিরাট স্কোরের দিকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার মেলবোর্নে শুরুটা দারুন করেন। জসপ্রীত বুমরাহ গোটা সিরিজে অসিদের ত্রাস। ১৯ বছর বয়সি কনস্টাস আক্রমণ করলেন বুমরাহকেই। শুরুতেই তছনছ ভারতীয় বোলিং। কনস্টাস আগুন ফর্মে, তখনই কোহলির বিরুদ্ধে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ১০ ওভারের পর। ওভার শেষে ক্রিজের একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছিলেন কোহলি। দুই অসি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ না হওয়ায় কোহলিকে কিছু একটা বলেন। পালটা কোহলি কড়া জবাব দেন। আর এক ব্যাটার উসমান খোয়াজা এবং আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদুর এগোয়নি। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে। আইসিসির রুল ২.১২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট যদি মনে করেন বিরাট ইচ্ছাকৃতভাবে কনস্টাসকে ধাক্কা দিয়েছেন, তাহলে কোহলিকে শাস্তি দিতেই পারেন।
ঘটনাটি ঘটেছে মেলবোর্নে ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। বিষয়টি বেশি দূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও। কনস্টাসকে প্রশ্ন করা হয়, “কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিল। কী বলেছিল তখন?” কনস্টাস উত্তর দেন, “মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।”
মেলবোর্ন টেস্টের আগে ইতিহাসের পাতায় ভারতীয় দলের ‘ব্রহ্মাস্ত্র’ জসপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে। শীর্ষে থেকেই নয়া নজির গড়লেন। ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিনকে। এই মুহূর্তে টেস্ট ক্রমতালিকায় বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৪। রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কোনও ভারতীয় বোলার টেস্ট ক্রমতালিকায় এত রেটিং পয়েন্টে পৌঁছতে পারেননি। বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে বুমরাহ। সিরিজের তিন টেস্টে ২১ উইকেট তুলে নিয়েছেন। প্রথম টেস্টে অসিদের কার্যত বুমরাহর একার কাছেই হারতে হয়েছে। মেলবোর্ন টেস্টে অশ্বিনকে টপকে ভারতীয়দের মধ্যে সর্বকালের সেরা রেটিংয়ে পৌঁছে যাওয়ার সুযোগও বুমরাহর সামনে। অশ্বিন ইতিমধ্যেই অবসর ঘোষণা করে দিয়েছেন। অশ্বিন আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় ৩ নম্বরে। বুমরাহ ছাড়া ভারতীয়দের র্যাঙ্কিংয়ে প্রথমেই কে এল রাহুলের নাম। একলাফে ১০ ধাপ উঠে এখন ৪০ নম্বরে। ভারতীয় ব্যাটাররা প্রায় সকলেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে। যশস্বী জয়সওয়াল এক ধাপ নেমে পাঁচ নম্বরে। ঋষভ পন্থ দুধাপ নেমে আপাতত ১১ নম্বরে। শুভমান গিল ২০তম স্থানে। বিরাট কোহলি আরও একধাপ নিচে ২১ নম্বরে। বিশ্রী ফর্মে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মা ৩৫ তম স্থানে।
মেলবোর্ন টেস্টে নয়া নজিরের সামনে দাঁড়িয়ে ভারতের দুই ব্যাটার কেএল রাহুল ও বিরাট কোহলি। ভেঙে দিতে পারেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড। চলতি সিরিজে ছয় ইনিংসে ২৩৫ রান করেছেন রাহুল। গড় ৪৭। ব্রিসবেনে ৮৪ রান করে ভারতকে ড্র করতে সাহায্য করার পাশাপাশি চলতি সিরিজে ভারতের সর্বোচ্চ স্কোরার। মেলবোর্নে ভেঙে দিতে পারেন শচীনের রেকর্ড। ২০২১ ও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি করেন। বক্সিং ডে-তে দুটি সেঞ্চুরির রেকর্ড আছে শচীন তেণ্ডুলকর ও অজিঙ্ক রাহানের অন্য দলের বিরুদ্ধে। মেলবোর্নে রাহুল সেঞ্চুরি করলে বক্সিং ডে টেস্টে তিনটি সেঞ্চুরি হয়ে যাবে। শচীনের রেকর্ড ভাঙার সামনে আছেন বিরাট কোহলিও। বর্ডার গাভাসকর ট্রফিতে ৩ ম্যাচে ৬ ইনিংসে করেছেন ৩১৬ রান। এমসিজি-তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের। ৫ ম্যাচে তাঁর রান ৪৪৯। ৩ ম্যাচে ৩৬৯ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অজিঙ্ক রাহানে। বিরাটের কাছে সুযোগ আছে রাহানের সঙ্গে শচীনকে টপকে যাওয়ার।চলতি সিরিজে সেঞ্চুরি বাদ দিলে বাকি চার ইনিংসে কোহলির মোট রান ২৬। অফসাইডের বলে পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন।