ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা দিবস, ৭৫ বছর পূর্তি উদযাপনে অভিষেকের উজ্জ্বল উপস্থিতি

প্রপ্রতিষ্ঠা দিবস। কেউ বা বলেন জন্মদিন। ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। সন্ধ্যা থেকেই সুরমূর্ছনা। নাচে গানে আবৃত্তিতে সুবর্ণ সন্ধ্যায় তারকার সমাহার। খালি গলায় অভিষেক ডালমিয়া পত্নীর গানেও চমক ছিল। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট ও ভারতীয় বোর্ডের আইপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান সদস্য অভিষেক ডালমিয়া একজন শ্রোতা। বেশ আহ্লাদে উপভোগ করছিলেন জায়া শালিনীর গান।

উৎসবের নাম প্ল্যাটিনাম জুবিলি। ঐতিহ্যবাহী ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি। প্রথম দিন হাজির ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট কিংবদন্তি ক্রিকেটার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বাংলা ক্রিকেট তারকা অরুনলাল, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায়। মঙ্গলে স্বল্প পরিসরে ক্লাবের পরিবারের সঙ্গে হাজির সিএবি প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।

ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বছর ধরে আয়োজিত বিভিন্ন ধরনের কর্মসূচি। ২২ ডিসেম্বর হয়েছিল অনুষ্ঠানের শুভসূচনা। পদযাত্রার পাশাপাশি বিশেষ অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠা দিবস দিবসে সাম্মানিক সদস্যপদ প্রদান করা হল বিশ্বরূপ দে ও অভিষেক ডালমিয়াকে। অতিথিরাই ক্লাবের সকল সদস্যদেরও ক্লাবের তরফ থেকে আইডেনটিটি কার্ড তুলে দেন। ২৫ ডিসেম্বর বড়দিনে এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির মাঠে আয়োজিত হবে প্রদর্শনী ম্যাচ।

উপস্থিত থাকবেন ক্লাবের প্ল্যাটিনাম জুবলির ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ক্রিকেটাররাও। ক্লাবের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ। ব্যাঁটরা ক্লাবের সভাপতি যজ্ঞেশ্বর সামন্ত, ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সামন্ত, সিএবির প্রতিনিধি তথা প্ল্যাটিনাম জুবলি কমিটির সম্পাদক সুকুমার সামন্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ, প্ল্যাটিনাম জুবলি কমিটিতে থাকা সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে সহ অনেকেই হাজির ছিলেন ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে।