February 11, 2025

শীত প্রায় মাঝামাঝি পর্যায়ে, রবীন্দ্র সরোবরে দেখা নেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির?

0
Birds

শীত এসেছে। কোথায় সেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা? রবীন্দ্র সরোবরে কবে পরিযায়ী পাখিরা ঝাঁকে ঝাঁকে আসার অপেক্ষা। প্রাতঃভ্রমণে গিয়ে খোঁজ করেন অনেকেই। ডিসেম্বর প্রায় শেষের মুখে। কয়েকদিন পরেই আসবে নতুন বছর। কিন্তু সেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা গেল কোথায়?

অনেকের কাছেই এবার অচেনা লাগছে রবীন্দ্র সরোবর। কবে এখানে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা আসবে সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। কিন্তু সেখানে পরিযায়ী পাখির ভিড় নেই রবীন্দ্র সরোবরে। এদিকে প্রায় প্রতি বছরই দূর দেশ থেকে আসে পরিযায়ী পাখিরা। ঝাঁকে ঝাঁকে। দক্ষিণ কলকাতার এই নির্জন লেকে আসে তারা। সরোবরের মাঝে থাকা ছোট ছোট সবুজ ভূখণ্ডে সংসার পাতে কম সময়ের জন্য। এরপর সময় হলে তারা আবার ফিরে যায়।

এবার একেবারে অন্যরকম। রবীন্দ্র সরোবরে পরিযায়ী পাখির দেখা নেই বললেই চলে। রবীন্দ্র সরোবরের মাঝে যে মূল ভূখণ্ড রয়েছে সেখানে ডিম পাড়ে পাখির দল। এরপর সেখানেই বাচ্চা হয়। তারপর ভরা সংসার নিয়ে ফিরে যায়। কেন রবীন্দ্র সরোবরে আসছে না সেভাবে পরিযায়ী পাখিরা? আসলে অনেকের মতে, অক্টোবরে পরিযায়ী পাখিদের একটা দল এসেছিল। তারপর তারা ফিরেও যায়। কিন্তু তারপর আর ঝাঁকে ঝাঁকে আসছে না। রবীন্দ্র সরোবর এলাকায় কিছু নির্মাণ হচ্ছে। ভারী যন্ত্রের ব্যবহার হচ্ছে। রাতে জোরালো আলো জ্বলছে। পার্কেও আলো জ্বলে। তবে সেটা সুরক্ষার জন্য। যুক্ত হয়েছে আবহাওয়ার তারতম্য। এখনও রবীন্দ্র সরোবরে আসছে না ঝাঁকে ঝাঁকে বিদেশি পাখির দল।‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed