ব্রেন ক্লট ধরা পড়ল বিনোদ কাম্বলির! নিখরচায় চিকিৎসার সিদ্ধান্ত হাসপাতালের
মূত্রজনিত সমস্যা ও পেটে ব্যথাও নিয়ে হাসপাতালে ভর্তি হন বিনোদ কাম্বলি। চিকিৎসক বিবেক ত্রিবেদি জানান, বিভিন্ন মেডিক্যাল টেস্টের রিপোর্ট তাঁর ব্রেনে ক্লট রয়েছে। আক্রুতি হাসপাতালে চিকিৎসা চলছে কাম্বলির। ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে শচিন তেন্ডুলকরের প্রাক্তন সতীর্থকে। মুম্বইয়ের থানে এলাকার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিকে। ৫২ বছর বয়সী এই ক্রিকেটারের ব্রেনে ক্লট অর্থাৎ রক্ত জমাট বাঁধার সন্ধান মিলেছে। শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ছেলে, মেয়েরা। এক মাস আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালের ইন চার্জ সিদ্ধান্ত নিয়েছেন বিনোদ কাম্বলিকে সারাজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের।
https://x.com/ians_india/status/1871120469124112387?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1871120469124112387%7Ctwgr%5Ec3631f6c3eb2b648804ed03ec085ce35deb94917%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fformer-indian-cricketer-vinod-kamblis-health-deteriorates-admitted-to-hospital%2F
সম্প্রতি শচিন তেন্ডুলকরের সঙ্গেই বিনোদ কাম্বলিকেও দেখা গেছিল, তাঁদের প্রাক্তন কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে, শিবাজি পার্কে। সেখানে বিনোদ কাম্বলিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি একদমই সুস্থ নন। শচিনকে হয়ত তিনি ঠিকভাবে চিনতেই পারছিলেন না। কিছুদিন আগে বিনোদ কাম্বলি জানিয়েছিলেন, তিনি ইউরিন ইনফেকশনে ভুগছিলেন, তাঁর স্ত্রী এবং সন্তানরা মরিয়া লড়াই করে তাঁকে সুস্থ করে তুলেছেন। অজয় জাদেজাও তাঁকে দেখতে এসেছিলেন।
কাম্বলি অসুস্থ হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তবে তার জন্য একটি শর্তও ছিল। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। তবেই পুরো খরচ দিতে তৈরি ছিলেন কপিল দেবরা। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে।