January 14, 2025

প্রয়াত বাংলার ক্রিকেটার, শোকস্তব্ধ ময়দান‌!‌ মাত্র ৩৯ বছর বয়সে চলে গেলেন ময়দানের ‘‌ঘোড়া’‌

0
Crickerer

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার ক্রিকেটার। অন্ধকার কলকাতা ময়দানে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। গোটা ময়দানে পরিচিত ঘোড়া নামে। সোম সকালে সোনারপুরের বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভজিৎ। সোম সকালে উঠে প্রাতঃরাশ সেরে ফের ঘুমিয়ে পড়েন। বেলার দিকে বাবা ডাকাডাকি করতেও না ওঠায় চিকিৎসক ডাকা হয়। চিকিৎসক এসে ওকে মৃত বলে ঘোষণা করেন। জানান, ইস্টবেঙ্গলের হয়ে গত মরশুমেও সেঞ্চুরি করা ক্রিকেটার সুরজিৎ যাদব। যিনি সোনারপুর নোয়াপাড়ায় শুভজিতের বাড়িতেই ছিলেন।

২০১৪ সালের ৭ নভেম্বর কল্যাণীতে বিজয় হাজারে ট্রফির পূর্বাঞ্চলীয় বাংলা ও ওড়িশা ম্যাচে শুভজিতের অভিষেক। বিপ্লব সামন্তরায়, বসন্ত মোহান্তিদের বিরুদ্ধে লিস্ট এ ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৫১ বলে ৩৩ রান করেন। বাংলা দলের অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা। ম্যাচটি ২৫ রানে জেতে বাংলা। ২০১৪ ডিসেম্বরে বঢোদরায় ইউসুফ পাঠান, মুনাফ পটেল, দীপক হুডাদের বঢোদরার বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয় শুভজিতের। সাত নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করে দীপক হুডার বলে আউট হন। ডানহাতি ব্যাটার ৩টি রঞ্জি ও ৪টি লিস্ট এ ম্যাচ খেলেন। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন। সহ-অধিনায়ক এবং অধিনায়কের ভূমিকাও পালন করেছেন। স্থানীয় ক্রিকেটে প্রণব নন্দীর প্রশিক্ষণে খেলতেন। গত মরশুমেও খেলেছেন মনোহরপুকুর মিলন সমিতিতে।

শোকবিহ্বল লক্ষ্মীরতন। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বে বাংলার ম্যাচের জন্য হায়দরাবাদে বাংলার কোচের কথায়, ও প্রতিভাবান ক্রিকেটার। সারাক্ষণ হাসিখুশি থাকত। স্থানীয় ক্রিকেটে ভাল খেলেছিল বলেই আমি অধিনায়ক থাকাকালীন ওকে বাংলা দলে খেলিয়েছিলাম। মনে আছে বঢোদরার বিরুদ্ধে দারুণ একটা ইনিংসও খেলেছিল। আজ মেয়েরা এত ভাল ম্যাচ জিতল। আর সেদিনই এত খারাপ একটা খবর পেলাম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed