February 17, 2025

প্রতিদিন স্ত্রীর স্তন্যপান করেন স্বামী!‌ ‘শক্তিমান’ স্বামীর কাণ্ডের নেপথ্যের কারণ কী?‌

0
Breast feeding

অবাক কাণ্ড! স্বামী স্তন্যপান করছেন! ঘটনা সুদূর নর্থ আমেরিকার। এক কৃষাঙ্গ পরিবারে নিয়মিত স্তন্যপান করেন স্বামী। রাচেল ও আলেকজান্ডার। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাঁদের সুখের সংসার। সন্তানরা বড় হয়েছে। দুই মেয়ের বয়স ১১ ও ১২, ছেলের বয়স ৯। সন্তানদের স্তনপান করা বয়স নেই। রাচেলের এমনই শারীরীক গঠন যে এখনও স্তনে দুধের উৎপাদন বেড়েই চলেছে। ডাক্তার দেখিয়েও কিছুতেই কমছে না এই সমস্যা।

রাচেল জানিয়েছেন, ”একবার ঘুরতে গিয়ে হঠাৎই আমার স্তনে ব্যথা শুরু হয়। বুঝতেই পারছিলাম না কী করব। দেখছিলাম স্তন থেকে অনবরত দুধ বেরিয়ে যাচ্ছিল। উপায় না পেয়ে আমার স্বামী স্তন্যপান করতে শুরু করে। তারপর বেশ স্বস্তি পাই। তবে মাঝে মধ্যেই সমস্যায় পরছিলাম। অবশেষে দুজনেই ফন্দি করলাম। এখন এমন সমস্যা হওয়ার আগেই আমার স্বামী স্তন্যপান করেন। আগের থেকে আমি বেশ ভালো আছি।”

https://www.facebook.com/watch/?ref=embed_video&v=1080566383851417

আলেকজান্ডার জানান, ”যেদিন থেকে আমি আমার স্ত্রীর স্তনপান করছি, সেদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি। আমার শরীরেও নানা পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেক বেশি এনার্জি পাচ্ছি। আমার ত্বক সুন্দর হয়ে গিয়েছে। ইমিউন ক্ষমতাও বেড়ে গিয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed