January 16, 2025

খেলার মাঠে নরেন্দ্র মোদীর কুটনীতি, আরব গালফ কাপ উদ্বোধনে সাক্ষাৎ কুয়েতের আমিরের

0
Modi

কুয়েতের আমিরের আমন্ত্রণ। গত চার দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশে পা রাখলেন। ১৯৮১ সালে কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ২৬তম আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সম্মানিত অতিথি’ ছিলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সাথে সাক্ষাৎ মোদীর। কুয়েত সিটির জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ কাপের ই উদ্বোধনী অনুষ্ঠান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে করে প্রধানমন্ত্রী মোদী কুয়েতের আমিরের সাথে নিজের একটি ছবি শেয়ার করেন এবং সেখানে লিখেছেন, ‘আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সময় কুয়েতের মহামান্য আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের সাথে দেখা করতে পেরে আনন্দিত।’ বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দেওয়ার ফলে উভয় দেশের প্রধানই একে অপরের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতা।

কুয়েত দ্বিবার্ষিক আরব উপসাগরীয় কাপের আয়োজন। ইরাক এবং ইয়েমেন সহ আটটি দেশ রয়েছে। উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে কুয়েত। ফুটবল টুর্নামেন্টটি অন্যতম ক্রীড়া ইভেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে কুয়েত সবচেয়ে বেশিবার এটি জিতেছে। টুর্নামেন্ট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত দেশকে শুভেচ্ছা জানান। আরব গালফ কাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed