টানা ৫ ম্যাচে হার মহামেডানের! ৩-০ গোলে জয়ী কেরালা ব্লাস্টার্স, আন্দ্রে চেরনিশভের বিদায় আসন্ন?
কেরালা ব্লাস্টার্স: ৩ (আত্মঘাতী, নোয়া সাদৌয়ি, আলেকজান্দ্রে কোয়েফ)
মহামেডান এস সি: ০
কেরলের মাঠেও হার। টানা ৫ ম্যাচে পরাজয় মহামেডানের। ৩-০ গোলে জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। একটি গোল হল সাদা-কালো ব্রিগেডের গোলকিপার ভাস্কর রায়ের বিশ্রী ভুলে। হতাশ মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ। পাঁচ ম্যাচে হেরে আরও আঁধারে ময়দানের তৃতীয় প্রধান। আইএসএলের লিগ টেবিলে সকলের নীচে তারা। বেকায়দায় সাদা-কালো ব্রিগেড। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রবিবার তিন গোল হজম করলেন মহমেডানের গোলরক্ষক ভাস্কর রায়। আইএসএলে ১২ ম্যাচে ৫ পয়েন্ট পেয়েছে মহমেডান। আইলিগ জিতে আইএসএল খেলতে আসা দল এখন বেশ চাপে। ১২টি ম্যাচের মধ্যে মাত্র একটি জিততে পেরেছে তারা। ড্র করেছে দু’টি ম্যাচে। বাকি ন’টি ম্যাচেই হারতে হয়েছে মহমেডানকে।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে রবিবাসরীয় ম্যাচ কেরালা ব্লাস্টার্স এবং মহমেডান এসসির। কেরলের দল ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে। মহামেডান ৫ পয়েন্ট নিয়ে সবচেয়ে নিচে। লিগের আগের ম্যাচে মোহনবাগানের কাছে ২-৩ গোলে হেরেছিল কেরালা ব্লাস্টার্স। মহামেডান এসসি তাদের শেষ ম্যাচে ০-১ গোলে পরাজিত হয়। এই অবস্থায় দুই দলই নেমেছিল জয়ের লক্ষ্যে। নোয়া সাদৌয়ি, আলেকজান্দ্রে কোয়েফদের বিরুদ্ধে মোটের উপর লড়াই চালিয়েছে মহামেডানের রক্ষণ। ৬২ মিনিটে ছন্দ পতন। আদ্রিয়ান লুনার ভাসানো নির্বিষ কর্নার না-লুফে ঘুষি দিয়ে ওড়াতে যান গোলরক্ষক ভাস্কর। বলের লাইন এবং সময়ের গোলমালে ভাস্করের হাতে লেগে গোলে ঢুকে যায় বল৷ ৮০ মিনিটে কোরো সিংয়ের মাপা সেন্টারে মাথা ছুঁইয়ে ২-০ করেন ম্যাচের সেরা নোয়া সাদৌয়ি। আশ্চর্য ভাবে সাদৌয়ি যখন বক্সের মধ্যে হেড করছেন, তখন বাধা দেওয়ার জন্য একজনও সাদাকালো ডিফেন্ডার ছিলেন না। ম্যাচের সংযুক্ত সময়ে কফিনে শেষ পেরেক পুঁতে দেন আলেকজান্দ্রে কোয়েফ৷ ফের প্রশ্ন, আই লিগের দল দিয়ে আইএসএল খেলার বিষয়ে?