January 16, 2025

কুয়েতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতের প্রধানমন্ত্রীকে, সারা বছর ধরেই আন্তর্জাতিক পুরস্কার পেলেন নরেন্দ্র মোদী

0
Prime minister

কুয়েতের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক! কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন নরেন্দ্র মোদি। ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মান দেওয়া হল। বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি। কুটনৈতিক বন্ধুত্বের বার্তাবহ ওই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। কুয়েত সফরে গিয়ে সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে মোদীর অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান প্রদান বলে জানিয়েছে কুয়েতের সরকার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুরস্কার ভারতবাসীকে উৎসর্গ করেছেন। দুদেশের মধ্যে বন্ধুত্বের কথাও উল্লেখ করেন। এটা নিয়ে ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।

https://x.com/PMOIndia/status/1870793731861041306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1870793731861041306%7Ctwgr%5E2d5514f38e4fbe278b7692ad778eb9858bf054e4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fworld%2Fpm-narendra-modi-receives-kuwaits-highest-honour%2F

বছর জুড়ে প্রধানমন্ত্রী কোন কোন সম্মান পেলেন?

১) বার্বাডোজের অনারারি অর্ডার অফ ফ্রিডম পুরস্কার পেয়েছিলেন। ( Honorary Order of Freedom of Barbados)

২) ভারতের প্রধানমন্ত্রী গুয়ানার অর্ডার অফ এক্সিলেন্স পেয়েছিলেন। অতিমারি পরিস্থিতিতে তাঁর অবদান ও ক্য়ারিবিয়ানের সঙ্গে সম্পর্কের স্বীকৃতি হিসাবে তিনি এই সম্মান প্রাপ্ত হয়েছিলেন।

৩) ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার ২০২৪ দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

৪) গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার( ২০২৪)। নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়েছিল মোদীকে। ভারত নাইজেরিয়া সম্পর্কের জেরে এই পুরস্কার।

৫) অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ ( রাশিয়া ২০২৪) পেয়েছিলেন মোদী।

২০২৪ সালের জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পুরস্কার প্রদান করেছিলেন মোদীকে। ভারত -রাশিয়ার মধ্য়ে সম্পর্ক বৃদ্ধির জেরে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।

৬) অর্ডার অফ দ্য ড্রুক গিয়ালপো( ভূটান ২০২৪)। গত মার্চ মাসে ভূটানের সর্বোচ্চ সিভিলিয়ান পুরস্কার দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে।

গোটা বছর ধরে এই সমস্ত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অত্যন্ত সম্মান দেশের কাছে। তিনি এই সব পুরস্কার দেশের মানুষের কাছে উৎসর্গ করেছেন।

কুয়েতের মাটিতে পা রেখে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর পর ‘হালা মোদি’ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে মোদি বলেন, “মাত্র দুই ঘণ্টা হল আমি এখানে এসেছি। এখানে আসার পর আমায় যেভাবে অভ্যর্থনা জানানো হল তাতে আমি অভিভূত। আপনজনের ছোঁয়া পাচ্ছি এখানে। মনে হচ্ছে ছোট ভারতবর্ষ এসেছে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত থেকে কুয়েত আসতে ৪ ঘণ্টা মতো সময় লাগে। অথচ প্রধানমন্ত্রীর এখানে আসতে চার দশক সময় লেগে গেল।” উল্লেখ্য, ৪৩ বছর পর কুয়েতে পা রেখেছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফর করেন ইন্দিরা গান্ধী।কুয়েতে সম্মান প্রাপ্তি নিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কুয়েতের আমির, মাননীয় শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর কাছ থেকে মুবারক আল-কবীর অর্ডার পেয়ে আমি সম্মানিত। আমি এই সম্মাননা ভারতের মানুষকে এবং ভারত ও কুয়েতের মধ্য়ে যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে, সেই সম্পর্কের উদ্দেশে উৎসর্গ করছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed