ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫বছর পূর্তি, সৌরভের মহারাজকীয় উপস্থিতিতে চাঁদের হাট
রবিবাসরীয় সকাল থেকেই সাজো সাজো রব। শহরতলীর মূল ময়দান চত্ত্বর সেজে উঠেছে। বর্ণাঢ্য শোভাযাত্রা। বাদ্যযন্ত্রের ঝংকার। আতসবাজীর ঝলকানি। হুডখোলা জীপে চড়ে দুহাত আস্ফালন করতে করতে হাওড়ার রাজপথে এগিয়ে চলেছেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট ও ভারতীয় বোর্ডের আইপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান সদস্য অভিষেক ডালমিয়া সস্ত্রীক। বেশ আহ্লাদে উপভোগ করছিলেন অভিষেক জায়া শালিনীও।
উৎসবের নাম প্ল্যাটিনাম জুবিলি। ঐতিহ্যবাহী ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি। সবকিছুকেই ছাপিয়ে গেছে সৌরভের মহারাজকীয় উপস্থিতি।
প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট মঞ্চে উঠতেই সব আলোকচিত্রিদের ফোকাস তাঁরই উপর। প্রতিটি চোখের তারার নজর কিংবদন্তি ক্রিকেটারের দিকে।
‘দাদা’র পাশেই বসে আছেন দাদা’র দাদা প্রাক্তন রনজিজয়ী ক্রিকেটার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি। নীরবে সকলের মন জয় করে নিয়েছেন বাংলা ক্রিকেট তারকা অরুনলালও। রাজ্যের মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায়, যাঁকে সকলে সিধু বলে চেনেন। সকলের উজ্জ্বল উপস্থিতিতে এককথায় চাঁদের হাট।
ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বছর ধরে আয়োজিত বিভিন্ন ধরনের কর্মসূচি। ২২ ডিসেম্বর অনুষ্ঠানের শুভসূচনা। পদযাত্রার পাশাপাশি বিশেষ অনুষ্ঠান। রাজ্যের সকল বর্ষীয়ান ক্রিকেটার ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয় রবিবাসরীয় অনুষ্ঠান মঞ্চ থেকেই।
২৪ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠা দিবস। ২৫ ডিসেম্বর বড়দিনে এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির মাঠে আয়োজিত হবে প্রদর্শনী ম্যাচ।
ক্লাবের প্ল্যাটিনাম জুবলির অনুষ্ঠানে আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া গলা মেলালেন সিধুর সঙ্গে। ‘বারান্দায় রোদ্দুর’ গান তারিয়ে তারিয়ে উপভোগ করলেন তাঁর স্ত্রী শালিনী ডালমিয়া।
অনুষ্ঠানে পুষ্পস্তবক তুলে দেন ব্যাঁটরা ক্লাবের সভাপতি যজ্ঞেশ্বর সামন্ত, ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সামন্ত, সিএবির প্রতিনিধি তথা প্ল্যাটিনাম জুবলি কমিটির সম্পাদক সুকুমার সামন্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্ল্যাটিনাম জুবলি কমিটিতে রয়েছেন সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। সব মিলিয়ে ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তির প্রারম্ভিক অনুষ্ঠান ছিল জমজমাট।