February 11, 2025

আইএসএলে ৮৩ দিন পর বাগানের নৌকা ডুবি!পেত্রাতোসের চোটে হারা সবুজ-মেরুনের ‘অপরাজিত’ তকমা ঘুচল

0
Mohunbagan

গোয়া ২ (ব্রাইসন-২)
মোহনবাগান ১ (পেত্রাতোস-পেনাল্টি)

ম্যাচের ফলাফল গোয়ার পক্ষে ২-১। গোয়ার হয়ে দুটি গোল করেন ব্রিসন ফার্নান্দেজ। মোহনবাগানের হয়ে পেনাল্টি থেকে একটি গোলশোধ করেন পেত্রাতোস। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগশীর্ষেই মোলিনার দল। ২৮ সেপ্টেম্বর শেষ বার বেঙ্গালুরুর কাছে মোহনবাগান হেরেছিল ০-৩ গোলে। আইএসএলে হার মোহনবাগানের গোয়ার কাছে তাদেরই মাঠে। ১-২ গোলে হেরে গেল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে হারতে হল সবুজ-মেরুনকে। গোয়ার হয়ে জোড়া গোল করলেন ব্রাইসন ফের্নান্দেস। মোহনবাগানের একমাত্র গোল দিমিত্রি পেত্রাতোসের। অসি স্ট্রাইকারের চোট পেয়ে উঠে যাওয়ার পরই মোহনবাগানের হার। গোল করার পরেই মাঠ থেকে উঠে যান। পেত্রাতোস না থাকায় বল দেওয়ার কেউ ছিল না। ১২ ম্যাচে ২৬ পয়েন্টেই মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে দু’পয়েন্ট পিছনে বেঙ্গালুরু। আরও দু’পয়েন্ট পিছনে তৃতীয় স্থানে গোয়া।

যত ক্ষণ মাঠে ছিলেন খুব একটা খারাপ খেলেননি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি আদায় করলেন। গোলও করলেন। তিন মিনিট পরেই সেই পেত্রাতোসকে তুলে নিলেন কোচ হোসে মোলিনা। মাথা নাড়তে নাড়তে বেরিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন পেত্রাতোস। সাইডলাইন পেরনোর পর কোচের উদ্দেশে কিছু বললেনও। তখন মনে করা হয়েছিল গোল পাওয়ার পরেই তুলে নেওয়ায় খুশি হতে পারেননি অসি স্ট্রাইকার। তবে কয়েক মিনিট পরেই বোঝা গেল অন্য ব্যাপার। রিজ়ার্ভ বেঞ্চে বসে থাকার সময় পেত্রাতোসের পায়ে বরফের প্যাকেট বাঁধতে দেখা গেল। প্রশ্ন উঠেছে, পেত্রাতোস কি চোট পেয়েছেন? গ্রেগ স্টুয়ার্ট এমনিতেই ফিট নন। পেত্রাতোসও চোট পেলে মোলিনার কপালে চিন্তার ভাঁজ নিঃসন্দেহে বাড়বে।

কলকাতায় এসে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে প্রাক্তন দলকে জবাব দিয়েছিলেন স্পেনীয় বোরহা। মোহনবাগানের বিরুদ্ধেও ব্রাইসন ফের্নান্দেসের দু’টি গোলের ক্ষেত্রেই পাস খেলেন। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত ছেড়ে দিয়েছিলেন বোরহাকে। গুরুত্বপূর্ণ জায়গায় খেলতে নেমে হতাশ করলেন আশিস। গোয়ার দ্বিতীয় গোলের ক্ষেত্রেও দায়ী তিনি। ব্রাইসন যে ফাঁকায় দাঁড়িয়ে রয়েছেন সেটা খেয়ালই করেননি। ফাঁকায় হেড করে যান গোয়ার ফুটবলার। পেত্রাতোস চোট পেয়ে উঠে যাওয়ার পর জেসন কামিংসকে নামালেন মোলিনা। মাঠে আধ ঘণ্টা খুঁজেই পাওয়া গেল না কামিংসকে। বল না পেয়ে একা হয়ে গেলে জেমি ম্যাকলারেনও। রাইট উইংয়ে মনবীর সিংহও কিছু করতে পারেননি। নজর কাড়লেন সাহাল সামাদ। ‌

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed