“আমরা ভারতকে সঠিক বার্তা দিয়েছি”, চ্যাম্পিয়ানস ট্রফি নিয়ে পাকিস্তান বোর্ডের সিদ্ধান্তে খুশি জাভেদ মিয়াঁদাদ

জাভেদ মিয়াঁদাদ খুশিতে গদগদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটাতে সফল। ভারতীয় দলের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। বিসিসিআই এই টুর্নামেন্টের জন্য স্পষ্টভাবে বলে দিয়েছিল রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না। পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলকে পাঠাতে প্রত্যাখ্যান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে কয়েক দফা বৈঠকে সিদ্ধান্ত, ২০২৭ সাল পর্যন্ত, ভারত ও পাকিস্তান উভয় দেশেই আইসিসি টুর্নামেন্টগুলি হাইব্রিড মডেলে খেলা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দারুণ খুশি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘আমি মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ড বুদ্ধি দেখিয়েছে এবং বিচ্ছিন্ন না হয়ে সমাধান বেছে নিয়েছে। এতে বিসিসিআইয়ের চেয়ে পিসিবি বেশি লাভবান হয়েছে। পাকিস্তান অনেকদিন পর বড় কোনও টুর্নামেন্ট আয়োজন করছে। আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমাদের দেশে খেলতে না এলে আমরাও ভারতে খেলতে যাব না। এই ব্যবস্থা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রযোজ্য হবে।’
ভারত নিরাপত্তার কারণ দেখিয়ে ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিল। ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানে কোনও ক্রিকেট ম্যাচ খেলেনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম বারি বলেন, ভারতীয় খেলোয়াড় এবং ভক্তরা যদি পাকিস্তানে এলে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মঈন খান বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক।