January 16, 2025

জামশেদপুর বধ করল ব্রুজোর ইস্টবেঙ্গল, আইএসএলে ঘরের মাঠে জয়ী লাল হলুদের অস্কার

0
East Bengal

ইস্টবেঙ্গল: ১ (দিয়ামান্তাকোস)
জামেশদপুর: ০

ঘরের মাঠে জামশদপুর এফসিকে হারাল ইস্টবেঙ্গল। খেলার ফল ১-০। লাল-হলুদ শিবির খাতায় কলমে দল হিসাবে যথেষ্ট শক্তিশালী। কার্লেস কুয়াদ্রাতের আমলের সমস্যা কাটিয়ে উঠছে। দলের আত্মবিশ্বাস, ফিটনেস এবং রসায়নের অভাব মিটছে। লাল-হলুদকে ধারাবাহিকতার অভাব থেকে মুক্ত করার পথে। শনিবাসরীয় যুবভারতীতে ঝকঝকে ফুটবল খেলে গেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। একের পর এক সুযোগ। রক্ষণে দুএকবার ফাঁকফোকর তৈরি হলেও সামলে নিলেন ইউস্তে, হিজাজি এবং গিল।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ক্লেটন, দিয়ামান্তাকস, নন্দরা। উইং প্লে থেকে শুরু করে মাঝমাঠ দিয়ে খেলা তৈরি সবটাই হচ্ছিল। প্রথমার্ধে নন্দ একেবারে ফাঁকা গোলে বল ঠেলতে পারলেন না। আনোয়ারের জোরাল শট ফিরে এল বারে লেগে। প্রথমার্ধে গোল এল না। দ্বিতীয়ার্ধেও খেলার গতিতে বিশেষ বদল এল না। ইস্টবেঙ্গলের আক্রমণ-জামশেদপুরের মরিয়া ডিফেন্স। সুযোগ কাজে লাগালেন দিয়ামান্তাকস। ম্যাচের ৬০ মিনিটে গোলমুখ খুলে দিলেন। সেটাই ম্যাচের একমাত্র গোল। বিষ্ণুর অনবদ্য ড্রিবল করে নেওয়া জোরালো শট বারে লাগার ফলে গোল হয়নি। পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠল লাল-হলুদ শিবির। লাল-হলুদের সংগ্রহ ১৩ পয়েন্ট। শেষ পাঁচ ম্যাচের মধ্যে লাল-হলুদ শিবির হেরেছে একটিতে, সেটা রেফারির বিতর্কিত সিদ্ধান্তে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed