January 16, 2025

বিশ্ব ফুটবলে ভারত ১২৬ নম্বরে!‌‌ বছর শেষে ফিফা ক্রমতালিকায় ১ নম্বরে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল, ছয়ে পর্তুগাল!

0
FIFA Ranking

ফিফার ক্রমতালিকায় ১ নম্বরে আর্জেন্তিনা। ফিফার ক্রমতালিকায় ১ নম্বরে আর্জেন্টিনা। দুই নম্বরে কিলিয়ান এমবাপেদের ফ্রান্স। ইউরো কাপজয়ী স্পেন তালিকায় তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড, পঞ্চম স্থানে ভিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিল। পর্তুগাল রয়েছে ৬ নম্বর স্থানে। সাতে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম, নয়ে ইতালি, দশম স্থানে জার্মানি। ভারতীয় ফুটবল দল ১২৬ নম্বরে। ২০২৪ সালের ফিফার এক নম্বর দল হিসেবেই বছর শেষ করছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০২২ এর বিশ্বচ্যাম্পিয়ন দল টানা দুইবার ফিফার ১ নম্বর দল। ২০২২ সালের শেষে বিশ্বজয়ের পর ২০২৩ সালেও ফিফার ক্রমতালিকায় শীর্ষে থেকেই বছর শেষ করেছিল। এবার মেসিরা সেই কীর্তি গড়লেন।

নভেম্বরের পর থেকে খুব বেশি ম্যাচ খেলা হয়নি আন্তর্জাতিক ফুটবলে। তাই বড় পরিবর্তনও নেই। অধিকাংশ ক্ষেত্রেই সেই একইস্থানে থেকে গেল দলগুলো। ফিফার ক্রমতালিকায় প্রথম তিনের মধ্যে রয়েছে দঃ আমেরিকার একমাত্র দল আর্জেন্টিনা, ব্রাজিল অনেক পিছনে। আর্জেন্টিনা কোপা চ্যাম্পিয়ন এই বছর। ২০২২ সালের মতো চলতি বছরটাও আর্জেন্টিনা ফুটবলের কাছে খুব ভালোই। মেসির দলই মার্কিন মুলুকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা দল। ফ্লোরিডায় অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পর আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেছিলেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। চলতি বছরে সব থেকে বেশি ম্যাচ খেলার সুবাদে অ্যাঙ্গোলা ৩২ ধাপ উঠে জায়গা করে নিয়েছে ৮৫ নম্বরে। ভারতীয় ফুটবল দল ১২৭ নম্বরে ছিল, ১ ধাপ উঠে বছর শেষ করতে চলেছে ভারত ১২৬ নম্বর স্থানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed