রাজস্থানের বিরুদ্ধে জয়, টানা ৩ ম্যাচ জিতে সন্তোষ ট্রফির শেষ আটে বাংলা

সন্তোষ ট্রফির শেষ আটে বাংলা। ডেকান এরিনায় গ্রুপের তৃতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী। বাংলার হয়ে দুটি গোল করেন নরহরি শ্রেষ্ঠা এবং রবিলাল মান্ডি। সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে বাংলা। বাছাই পর্বের পর মূল পর্বেও নিজেদের দাপট অব্যাহত রেখেছে সঞ্জয় সেনের ছেলেরা। গ্রুপ পর্বের টানা ৩ ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ আটে বাংলা। এর আগে জম্মু কাশ্মীর, তেলাঙ্গানার বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলা। ৩ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে শীর্ষস্থান ধরে রাখল সঞ্জয় সেনের দল। গ্রুপের দু’টি ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ আটে বাংলা।
বাংলা দলের প্লেয়ারদের আক্রমণাত্মক খেলার নির্দেশ দিয়েছিলেন কোচ। আগ্রাসী নরহরিরা। প্রথমার্ধের শেষ দিকে রবিলাল গোল করে দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণ জারি রাখে বাংলার ফুটবলাররা। ৫৬ মিনিটে বাংলার হয়ে ব্যবধান বাড়ায় নরহরি শ্রেষ্ঠা। প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলে রাজস্থানও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। কাজের কাজটা করতে পারেনি তাদের স্ট্রাইকাররা। বাছাই এবং মূল পর্ব মিলিয়ে টানা ৬ ম্যাচে অপরাজিত বাংলা। তেলাঙ্গানার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। গ্রুপের প্রথম ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলা। ৩ ম্যাচের ৩টি জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। সম সংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর। ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে সার্ভিসেস। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা রাজস্থান, তেলাঙ্গানা এবং জম্মু কাশ্মীরের পয়েন্ট ১। ২১ ডিসেম্বর বাংলার পরের ম্যাচে প্রতিপক্ষ মণিপুর। ফাইনাল রাউন্ডে দু’টি গ্রুপে রয়েছে ছ’টি করে দল। প্রথম চারটি দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।