January 16, 2025

‘সবার সময় শেষ হয়’ তবুও ‘অশ্বিনই সেরা’!‌ ড্রেসিংরুমে শেষ বার্তা, শচীন-দ্রাবিড়দের মনে করালেন অশ্বিন, ‘শত্রু’র বিদায়বেলায় আবেগঘন কামিন্স

0
Ravi Ashwin

ব্রিসবেন থেকে বাড়ি ফিরে ভালোবাসায় ভেসে গেলেন অশ্বিন, ছেলেকে বুকে টেনে চুমু গর্বিত পিতার। বাড়ি ফিরে নায়কের মর্যাদা পেলেন রবিচন্দ্রন। রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে ফুলের মালা পরিয়ে অশ্বিনকে বরণ করে নেন তাঁর পরিবার-পরিজনরা। আসলে দুর্দান্ত আন্তর্জাতিক কেরিয়ার শেষ করে বাড়ি ফেরায় অশ্বিনকে স্বাগত জানানো হয় রাজকীয় ভঙ্গিতে। অশ্বিনের গর্বিত পিতা সবার আগে বুকে টেনে নেন ছেলেকে। আবেগে চুমুও দিতে দেখা যায় তাঁকে। তার আগে বিমানবন্দরে অশ্বিনকে স্বাগত জানাতেও হাজির ছিলেন বন্ধু পরিজনরা।

প্রায় দেড় দশক ভারতীয় দলের ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ। মেলবোর্ন টেস্টে আর ভারতীয় ড্রেসিংরুমে থাকবেন না অশ্বিন। ব্রিসবেন থেকে সোজা ভারতে ফিরবেন। ড্রেসিংরুমকে বিদায় জানাতে গিয়ে চোখ ভিজে আসবে, সেটাই স্বাভাবিক। তিনি রবিচন্দ্রন অশ্বিন। সাজঘর ছাড়ার আগে আবেগি বার্তা শোনা গেল তাঁর মুখেও। মনে করালেন, কীভাবে রাহুল দ্রাবিড়-শচীন তেণ্ডুলকররা ছেড়ে যাওয়ার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। ড্রেসিংরুমকে বিদায় জানানোর আগে সতীর্থদের শেষ বার্তার একটি ভিডিও বিসিসিআই শেয়ার করেছে। তাতে অশ্বিনকে বলতে শোনা গেল, “কীভাবে শুরু করব বুঝতে পারছি না। এর চেয়ে টিম হাডলে কথা বলা অনেক সহজ। এটা সত্যিই আমার জন্য বড্ড আবেগের মুহূর্ত। ২০১১-১২ সালের আমার প্রথম অস্ট্রেলিয়া সফরের মতো মনে হচ্ছে। রাহুল ভাই অবসর নিলেন, শচীন পাজিও ছিলেন না। আমি সবার পরিবর্তন দেখেছি। আসলে সবারই একটা সময় এসে সময় শেষ হয়। আজ আমার সময় শেষ হল। অনেক ভালো সতীর্থদের ছেড়ে যাচ্ছি। প্রতিটা বছর, বিশেষ করে গত কয়েক বছরে আমি বুঝতে পেরেছি, এঁদের সঙ্গে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্বগুলো কতটা গুরুত্বপূর্ণ। ক্রিকেটার হিসাবে প্রত্যেককে আমি কতটা গুরুত্ব দিই। আমি এবার বাড়ি ফেরার বিমান ধরব। কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখবে মেলবোর্নে তোমরা কতটা ভালো লড়াই করছ। আমার মধ্যেকার আন্তর্জাতিক ক্রিকেটার বা ভারতীয় দলের ক্রিকেটার হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ক্রিকেটের পোকাটা কোনওদিন শেষ হবে না।”

সকলকে চমকে দিয়ে আচমকা অবসর। বিশেষ বিদায়ী ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ করেননি রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনারের শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল অস্ট্রেলিয়া। দলের সকলে মিলে সই করা জার্সি তারা তুলে দিল ভারতীয় স্পিনারের হাতে। সঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্স অকপটে স্বীকার করলেন, অশ্বিনই সেরা। অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসর ঘোষণা করেন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ক্লাব স্তরে দেখা যাবে তারকা স্পিনারকে।

https://x.com/BCCI/status/1869336242829373740?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1869336242829373740%7Ctwgr%5E3af4cde60527a581a40e0e2fbc8902936ce9f5db%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Fpat-cummins-gifts-ravichandran-ashwin-signed-jersey-from-australia%2F

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনই হঠাৎ করে অবসরের ঘোষণা শুনে কামিন্স বলেন, “এমন সময়ে অবসর নেওয়া, শুনে সত্যিই বেশ চমকে গিয়েছিলাম। বিশ্বের সব প্রান্তেই অসাধারণ ক্রিকেট খেলেছে অশ্বিন। সর্বকালের সেরাদের মধ্যে ও অন্যতম। ভারত আর অস্ট্রেলিয়া দুই দেশের মাটিতেই অশ্বিনের বিরুদ্ধে আমাদের অনেক যুদ্ধ লড়তে হয়েছে। কিন্তু এই বিদায়বেলায় আমাদের ড্রেসিংরুম থেকে অশ্বিনকে শ্রদ্ধা জানাই।” নিজের কেরিয়ারে একাধিকবার অশ্বিনকে ‘গুরু’ বলে স্বীকার করেছেন নাথান লিয়ন। বিদায়বেলায় সতীর্থদের সই করা জার্সি তিনি তুলে দিলেন ‘গুরু’ অশ্বিনের হাতে। সঙ্গে কামিন্সের বার্তা, “দারুণ খেলেছ বন্ধু। অনেক ধন্যবাদ। তুমি একজন অনবদ্য ক্রিকেটার।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed