January 14, 2025

ভারত-চিন সম্পর্কের বরফ প্রশমিত, চার বছর পর শুরু কৈলাস-মানস সরোবর যাত্রা?

0
Manas Sarobar

২০২০ সালে কোভিড অতিমারীর কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। প্রায় চার বছর পর ফের স্বাভাবিকভাবে শুরু হবে কৈলাস-মানস সরোবর যাত্রা? ভারত-চিন বৈঠকে আশার আলো। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুজনের বৈঠকের পরেই সীমান্তে জট কেটে ফের স্বাভাবিক হতে পারে কৈলাস-মানস সরোবর যাত্রা। প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে তিব্বতের মানস সরোবরে যাত্রা করে থাকেন ভারতীয় পুণ্যার্থীরা। প্রায় প্রতিবছরই শ’য়ে শ’য়ে পুণ্যার্থী যান কৈলাসে। বিদেশমন্ত্রকের তত্ত্বাবধানে হয়ে থাকে এই পূণ্যযাত্রা৷ মূলত নাথু লা ও লিপুলেখ পাসের মাধ্যমে ভারত থেকে তিব্বতে প্রবেশ করেন পূণ্যার্থীরা। তারপর কড়া নিরাপত্তা বলয়ে তাঁদের কৈলাস পর্যন্ত নিয়ে যায় চিনা প্রশাসন। মূলত নেপালের বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি পর্যটকদের কৈলাস যাত্রা।

২০২০ সালে কোভিড অতিমারীর কারণে এই যাত্রা বন্ধ হয়ে যায়। গালওয়ান সংঘাতের জেরে ব্যাপক অবনতি ঘটে ভারত-চিন সম্পর্কে। দুই কারণেই ২০২৩ সাল পর্যন্ত বন্ধ থাকে কৈলাস-মানস সরোবর যাত্রা। গত বছর প্রচুর কড়াকড়ি চাপিয়ে চিনের তরফে এই যাত্রা শুরুর প্রস্তাব দেওর ফলে প্রায় দ্বিগুণ হয়ে যায় যাত্রার খরচ। এত খরচের ধাক্কা সামলে ভারতীয় পুণ্যার্থীদের পক্ষে যাত্রা করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। সেই জটিলতা কাটতে চলেছে। ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ অনেকখানি গলেছে। সীমান্তে সেনা সক্রিয়তা কমিয়ে টহলদারিতে রাজি হয়েছে দুই পক্ষ। বুধবার ওয়াং-ডোভালের বৈঠকের পরে মোট ৬টি বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। তার পরেই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, কৈলাস-মানস সরোবর যাত্রা আগের মতো করে চালু করতে ইতিবাচক অবস্থান নিয়েছে ভারত-চিন। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কও ফের ভালোভাবে গড়ে তোলা নিয়ে আলোচনা করেছেন ওয়াং-ডোভাল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed