February 11, 2025

সঙ্গীনির খোঁজে তিন মহাসাগর অতিক্রম! সঙ্গমের জন্য ১৩ হাজার কিমি পথ সাঁতার কাটে তিমি

0
Blue Wheal

সাঁতার কাটার পথে একাধিক স্ত্রী তিমির সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেও পুরুষ তিমির লক্ষ্য তার জীবনসঙ্গী খুঁজে পাওয়া। মাইলের পর মাইল অতিক্রম। ২০১৩ সালে প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে উঠেছিল এক বিশালাকার পুরুষ তিমি। পার ন’টি বছর। সাত সমুদ্র তেরো নদী পার করে সেই পুরুষ তিমি ২০২২ সালে পৌঁছয় ভারত মহাসাগরে। শুধু ভালবাসার সঙ্গীকে খুঁজতেই।

তিমি বিশেষজ্ঞদের দাবি, ২০১৩ সালে কলম্বিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে এক বিশাল তিমির খোঁজ মেলে। হাম্পব্যাক প্রজাতির পুরুষ তিমিকে ক্যামেরাবন্দি করে রাখা হয়েছিল ওই মুহূর্তে। ২০১৩ সালের পর পুরুষ তিমিটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগরে গিয়ে পৌঁছয়। ন’বছর পর আবার দেখা পাওয়া যায় হাম্পব্যাক তিমির।

২০২২ সালে আফ্রিকার জানজীবার এলাকায় দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরের বুকে পুরুষ প্রজাতির হাম্পব্যাক তিমির ভারত মহাসাগরের অতল গভীরে সাঁতার কেটে বেড়াচ্ছে। ন’বছর সময়ের মধ্যে পুরুষ তিমিটি মোট ৮১০৫ মাইল অর্থাৎ ১৩,০৪৬ কিলোমিটার পথ অতিক্রম করে। নব্বইয়ের দশকে এমনই এক ঘটনার সাক্ষী তিমি বিশেষজ্ঞেরা। ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যবর্তী সময়ে হাম্পব্যাক প্রজাতির এক স্ত্রী তিমির চলাফেরা লক্ষ করেন বিজ্ঞানীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed