January 14, 2025

গাব্বায় জয়ের আশা ছেড়েই দিল অস্ট্রেলিয়া! বুমরা, আকাশ দীপ, সিরাজের দাপটে চাপে অসি ব্রিগেড

0
Australia vs India

বুমরাহ-আকাশ দীপের লড়াইকে কুর্নিশ অসিদের কোচের। একটা সময় মনে হচ্ছিল, ফলো অন খেতে চলেছে ভারতের সঙ্গে। সেখান থেকে টিম ইন্ডিয়াকে উদ্ধার করল জশপ্রীত বুমরাহ-আকাশ দীপের জুটি। এবার গাব্বায় টেস্টজয়ের আশা ছাড়ছে অস্ট্রেলিয়া? অসিদের বোলিং কোচ ড্যানিয়েল ভেত্তোরির কথায় সেরকমই ইঙ্গিত। বুমরাহ ও আকাশ দীপ মিলে জুড়েছেন ৩৯ রান। গাব্বায় এটাই দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। ফলো অন বাঁচালেও ভারত পিছিয়ে আছে ১৯৩। বুমরাহ অপরাজিত ১০ রানে, আকাশ দীপের রান ২৭। এদিকে মাঝেমধ্যেই বাধ সাধছে বৃষ্টি। পঞ্চম দিনে ভারতকে অলআউট করে, ফের ব্যাট করতে হবে অস্ট্রেলিয়াকে। জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে গাব্বায় টেস্টজয়ের কাজটা একপ্রকার অসম্ভব।

ভেত্তোরি দোষ দিচ্ছেন বৃষ্টিকেও। অস্ট্রেলিয়ার বোলিং কোচ বলছেন, “দুর্ভাগ্যজনকভাবে, বৃষ্টির জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এখন যা অবস্থা, তাতে এই ম্যাচ থেকে কোনও ফল পাওয়া কঠিন। ওদের ফলো অন করাতে পারলে ফলাফলের আশা ছিল। শেষ উইকেট তুলতে আমরা বেপরোয়া হয়ে উঠেছিলাম। জাদেজা আউট হয়ে যাওয়ার পর ভেবেছিলাম, এবার আমাদের কাছে সুযোগ আছে। কিন্তু বুমরাহ ও আকাশ দীপের লড়াকু পার্টনারশিপকে কৃতিত্ব দিতেই হয়।” বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। এই সিরিজের উপর নির্ভর করে আছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্কও। আপাতত বুমরা, আকাশ দীপ, সিরাজের দাপট অব্যাহত। অসিদের লিড ২০০ পার হলেও ৬ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।

বৃষ্টির জেরে আড়াই ঘণ্টা বন্ধ ছিল খেলা। মধ্যাহ্নভোজের বিরতির পরে আবার খেলা শুরু হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। যশপ্রীত বুমরা ৮ রানের মাথায় খোয়াজাকে বোল্ড করেন। বুমরার বলে ১ রান করে ফেরেন লাবুশেনও। আকাশ দীপের বলে ৪ রান করে ফিরলেন ম্যাকসুইনি। আকাশ দীপের বলে ২ রান করে আউট মার্শ। মহম্মদ সিরাজের বলে ৪ রান করে আউট স্টিভ স্মিথ। বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋষভ পন্থ। শতরানকারী হেড এই ইনিংসে রান পেলেন না। সিরাজের বল বড় শট মারতে গিয়ে ১৭ রানের মাথায় আউট হন। আপাতত বুমরা, আকাশ দীপ, সিরাজের দাপট অব্যাহত। ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের মাথায় ডিক্লেয়ার করেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে জয়ের লক্ষ্য ৫৪ ওভারে ২৭৫ রান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed