January 14, 2025

ফলো-অন বাঁচালেন বাংলার আকাশ দীপ, গাব্বায় চতুর্থ দিনে নায়ক ভারতের দুই টেল-এন্ডার

0
Akashdeep

ব্রিসবেনের গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ফলো-অন বাঁচিয়ে নেয়। ভারতীয় ইনিংসের ৭৪.৫ ওভার শেষে মন্দ আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা। আম্পায়াররা চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। ভারতের দুই টেল-এন্ডার ফলো-অন থেকে রক্ষা করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে নিরিখে ফলো-অন বাঁচিয়ে ভারতীয় শিবিরে নায়ক আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহ। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারত করে ৯ উইকেটে ২৫২ রান। আকাশ দীপ ২৭ ও বুমরাহ ১০ রানে শেষ উইকেটের জুটিতে দু’জনে যোগ করেছেন ৩৯ রান। প্রথম ইনিংসে প্যাট কামিন্স ৮০ রানে ৪ উইকেট নিয়েছেন। ৮৩ রানে ৩টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

জসপ্রীত বুমরাহকে সঙ্গে নিয়ে ফলো-অন বাঁচালেন আকাশ দীপ। ৭৪.৫ ওভারে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। ভারত এখনও পিছিয়ে ১৯৩ রানে। আকাশ দীপ ব্যাট করছেন ৩১ বলে ২৭ রানে ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২৭ বলে ১০ রান করেছেন জসপ্রীত বুমরাহ ১টি ছক্কা মেরেছেন। জাদেজা আউট হওয়ার পরে আকাশ দীপকে নিয়ে লড়ছেন জসপ্রীত বুমরাহ। ৭১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৯ উইকেটে ২৩২ রান। ফলো-অন বাঁচাতে ভারতের দরকার আর ১৪ রান। বুমরাহ ১৬ বলে ৮ রান করেছেন। মেরেছেন ১টি ছক্কা। ১৯ বলে ৯ রান করেছেন আকাশ দীপ। তিনি ১টি চার মেরেছেন। প্যাট কামিন্সের বলে বড় শট খেলার চেষ্টায় মিচেল মার্শের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১২৩ বলে ৭৭ রান করেন। মারেন ৭টি চার ও ১টি ছক্কা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed