February 11, 2025

মঙ্গলেই মিলবে আবাস প্রকল্পের টাকা, আনুষ্ঠানিক সূচনায় আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
Mamata

আবাস প্রকল্পের টাকা নবান্ন থেকেই ঘোষনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে সেই টাকা পৌঁছে যাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার অর্থ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে প্রতিশ্রুতি ছিল রাজ্য সরকারের। মঙ্গল থেকেই আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু। নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। অর্থদানের আনুষ্ঠানিক সূচনার পর ধাপে ধাপে অর্থ পাবেন আবাস যোজনার আওতায় বাড়ির মালিকরা।

রাজ্যের অর্থদপ্তর সূত্রে বলছে, টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে ৪০ হাজার টাকা। শেষ কিস্তিতে ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রতি পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। ঘোষণা অনুযায়ী কাজ শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আবাস যোজনার অর্থ প্রদান নিয়ে কেন্দ্র ও রাজ্য়ের বিস্তর দ্বন্দ্ব হয়েছে ইতিপূর্বে। রাজ্য়ের তরফে বারবার অভিযোগ উঠেছে, এই যৌথ প্রকল্পের অর্থ ঠিকমতো দিচ্ছে না কেন্দ্র। আবাস যোজনায় স্রেফ প্রধানমন্ত্রীর নাম ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ রাজ্যের শাসকদলের। কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নামই কেন বাধ্যতামূলক। কেন্দ্রেরও পালটা যুক্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি না হলে তারাও বরাদ্দ অর্থ দেবে না। দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকারে ‘বাংলার বাড়ি’ নামে পৃথক প্রকল্প চালু করে পুরো টাকা নিজেরা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু। আগামী তিন, চারদিন ধরে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ দেওয়া হবে বলে ঘোষনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed