ব্রিসবেনে আরও চাপে ভারত! একমাত্র বৃষ্টি রক্ষা করতে পারে রোহিতদের?
ব্রিসবেনের গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সাড়ে চারশোর দোরগোড়ায় অল-আউট। চায়ের বিরতির আগে পুনরায় শুরু করা যায় নি তৃতীয় দিনের খেলা। চায়ের বিরতির পরেও তড়িঘড়ি ম্যাচ শুরু। বৃষ্টি জারি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল-আউট হয়। অস্ট্রেলিয়ার থেকে এখনও ৪০১ রানে পিছিয়ে ভারত।ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে বৃষ্টিতে বারবার বাধা পাচ্ছে ম্যাচ। ১৪.১ ওভারের পরে বৃষ্টির জন্য ফের বন্ধ হয় ম্যাচ। ফলে ফের ক্রিকেটারদের সাজঘরে ফিরতে হয়। ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮ রান। ৫২ বলে ৩০ রান করেন লোকেশ রাহুল। বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। বৃষ্টির পরে পুনরায় খেলা শুরু হলে ঋষভ পন্তকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। ১৩.৫ ওভারে কামিন্সের বলে উইকেটকিপার অ্য়ালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন পন্ত। ১২ বলে ৯ রান করেন। ভারত ৪৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লাঞ্চের পরে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ফের বৃষ্টি নামে ব্রিসবেনে। বৃষ্টির বিরতির মাঝেই তৃতীয় দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পরেই বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হয়। বৃষ্টির পরে ভারত রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই যশস্বী জসওয়ালের উইকেট। লোকেশ রাহুলকে নিয়ে ওপেন করতে নামেন যশস্বী। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন জসওয়াল। দ্বিতীয় বলেই তিনি ধরা পড়ে যান মিচেল মার্শের হাতে। ২ বলে ৪ রান করে মাঠ ছাড়েন যশস্বী। স্টার্কের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩ বলে ১ রান করেন। বিরাট কোহলিও ব্যর্থ। হেজলউডের বলে আউট বিরাট। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন। পুরনো রোগ সারছে না বিরাটের। বার বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন কোহলি।