খেতাব ধরে রাখলেন কেবেডে, নয়া চ্যাম্পিয়ন কিসা!রবিবাসরীয় সকালে কলকাতা ম্যারাথন ঘিরে ভোর থেকে উত্তপ্ত শহর

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় নয়া চ্যাম্পিয়ন পেল তিলোত্তমা৷ খেতাব ধরে রাখলেন কেবেডে, পারলেন না ড্যানিয়েল এবেনিও। মরশুমের শীতলতম দিনে দৌড় কলকাতার। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনে অংশ নিতে দৌড়বাজদের ভিড় তিলোত্তমার রাস্তায়। পেশাদার ম্যারাথনারদের সঙ্গে স্বাস্থ্য সচেতন মানুষ উপভোগ করেন। কলকাতা ম্যারাথনে অংশ নেওয়া রবিবাসরীয় আনন্দ বেলাশেষের অগ্রহায়ণে কলকাতা ম্যারাথন ঘিরে ভোর থেকে উত্তপ্ত শহর।

রবিবাসরীয় কলকাতা বাসীর জন্য এক বিশেষ দিন হয়ে উঠেছিল। কলকাতা ম্যারাথন একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন। এই ম্যারাথন কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে শুরু হয়ে পুনরায় রেড রোডেই শেষ হয়। এবারের ম্যারাথন ছিল বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস গোল্ড লেবেল ২৫ কিলোমিটার দৌড় কলকাতার জন্য এক বিশেষ গর্বের বিষয়। ‘সিটি অফ জয়ের’ রাস্তায় দৌড়াতে দেখা গেল বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলেটদের। সঙ্গে ভারতের দৌড়বিদরাও, যারা আন্তর্জাতিক স্তরে নিজেদের মেধা প্রমাণের সুযোগ পেয়েছিলেন। দেশ-বিদেশের দৌড়বিদের পাশাপাশি প্রায় ২০ হাজার সাধারণ প্রতিযোগিদের অংশগ্রহণ এই ম্যারাথনকে আরও এক নতুন মাইলফলকে পৌঁছে দেয়। ম্যারাথনকে শুধুমাত্র একটি শারীরিক চ্যালেঞ্জ নয়, রবিবারের আনন্দের অংশও বটে।

ম্যারাথনের একাধিক বিভাগ, ১০ কিলোমিটার দৌড়, ২৫ কিলোমিটার দৌড়ে পুরুষ এবং মহিলাদের জন্য আন্তর্জাতিক এবং ভারতীয় বিভাগ। এছাড়া বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ দৌড় প্রতিযোগিতা। রবি ভোর ৫.৩০ মিনিটে প্রথম দৌড় শুরু হয় ১০ কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতা। এই বিভাগে অংশগ্রহণ করেছিলেন সস্ত্রীক কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপর শুরু হয় ২৫ কিলোমিটার রেস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার সল ক্যাম্পবেল, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ট অতিথিরা।

পুরুষদের আন্তর্জাতিক বিভাগে সেরা উগান্ডার স্টেফেন কিসা, ১ ঘন্টা ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ২৫ কিলোমিটার রেস শেষ করেন। দ্বিতীয় স্থানে শেষ করেন কেনিয়ার ড্যানিয়েল এবেনিও এবং তৃতীয় স্থানে ছিলেন কেনিয়ার আরেক প্রতিযোগী অ্যান্তনিও কিপচিরচির। মহিলাদের আন্তর্জাতিক বিভাগে প্রথম স্থান দখল করেন গতবারের চ্যাম্পিয়ন সুতুমে কেবেডে, ১ ঘন্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ডে দৌড় শেষ করেন।

ভারতীয় পুরুষদের বিভাগে প্রথম স্থান দখল করেছেন গুলবীর সিং, ১ ঘন্টা ১৪ মিনিট ৬ সেকেন্ডে ২৫ কিলোমিটার রেস শেষ করেন। কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় স্থানে ছিলেন সাওয়ান বারওয়াল এবং তৃতীয় স্থান অধিকার করেন গৌরব মাথুর। মহিলাদের ভারতীয় বিভাগে সঞ্জীবণী যাদব প্রথম, বঙ্গ কন্যা লিলি দাস দ্বিতীয় এবং কবিতা যাদব তৃতীয় স্থান অধিকার করেন।

ম্যারাথনের রুট ছিল শহরের প্রধান প্রধান সড়কগুলোয়, রেড রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন খিদিরপুর রোড, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট ফ্লাইওভার, গোলপার্ক, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড এবং এক্সাইড ক্রসিং পার করে আবার রেড রোডে এসে শেষ হয়। এই ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি কলকাতার জন্য একটি বিশেষ সন্মান এবং উৎসবও।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, জানুয়ারির শেষে কলকাতা পুলিশও তাদের নিজস্ব ম্যারাথনের আয়োজন করবে। এর মাধ্যমে কলকাতা শহরের ম্যারাথন সংস্কৃতির আরও বিস্তার ঘটবে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এর মধ্যে অংশগ্রহণ করবেন। শীতের এক সকালের দৌড়ে কলকাতা আবারও এক নতুন উদাহরণ সৃষ্টি করল। একদিকে আন্তর্জাতিক মানের অ্যাথলেটদের দৌড়, অন্যদিকে সাধারণ মানুষের উৎসাহ আর অংশগ্রহণ, সব মিলিয়ে কলকাতা ম্যারাথন হয়ে উঠেছে একটি বিশ্বমানের আয়োজন।