January 17, 2025

হেড ও স্মিথের সেঞ্চুরি, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া! বুমরাহর দাপটেও দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত

0
Boomrah

ট্র্যাভিস হেডের পর স্টিভ স্মিথ। অধুনা ভারতীয় বোলারদের ত্রাস। অপরজন একসময়ের ‘চোখের বালি’। দুই অসি ব্যাটারের সেঞ্চুরি। জসপ্রীত বুমরাহর দাপট সত্ত্বেও রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে অসিদের স্কোর ৭ উইকেটে ৪০৫ রান। বৃষ্টিতে প্রায় ধুয়ে যাওয়া প্রথম দিনের বিনা উইকেটে ২৮ থেকে শুরু করে অসিদের দ্বিতীয় দিনের প্রথম সেশনও ভারতের দখলে। ৭৫ রানের মাথাতেই ৩ উইকেট তুলে নেন ভারতীয় পেসাররা। বুমরাহ ফেরান খোয়াজা এবং ম্যাকসুইনিকে। নীতীশ রেড্ডি ফেরান লাবুশানেকে।

ট্র্যাভিস হেডের তাণ্ডব। অধুনা ভারতীয় বোলারদের ত্রাস এই বাঁহাতি অসি ব্যাটার অবলীলায় বাউন্ডারি হাঁকিয়ে গেলেন। রানের গতিও বাড়তে থাকল। হেডের সাবলীল ব্যাটিং দেখে স্মিথও উজ্জীবিত হলেন। দুই প্রান্ত থেকেই একের পর এক বাউন্ডারি। চতুর্থ উইকেটের জুটিতে ২৪১ রান তুলে ফেললেন তাঁরা। দুই ব্যাটারই হাঁকালেন সেঞ্চুরি। হেডের সেঞ্চুরিটি এল মাত্র ১১৫ বলে। দেড়শোও পেরিয়েছেন মাত্র ১৫৭ বলে। অন্যদিকে স্মিথ এদিন কেরিয়ারের ৩৩ তম শতরানটি হাঁকালেন।

বুমরাহ প্রথমে ১০১ রানে ফেরান স্মিথকে। দ্রুত আউট হয়ে যান মিচেল মার্শও। ১৫২ রানের মাথায় হেডকেও ফিরিয়ে দেন। দ্বিতীয় দিন আর একটি উইকেট তুলেছে টিম ইন্ডিয়া। ২০ রানে অধিনায়ক প্যাট কামিন্সকে ফেরান সিরাজ। দিনের শেষে অসিদের স্কোর ৭ উইকেট ৪০৫ রান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed