February 11, 2025

গাব্বায় বৃষ্টি!‌ ভারতীয় দলে বাংলার পেসার, ব্রিসবেনে তৃতীয় টেস্টে সবুজ ঘাসে ভরা পিচে বাদ অশ্বিন, হর্ষিত রানা

0
Gabba Test

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলে দুই বদল। অ্যাডিলেডে রবিচন্দ্রন অশ্বিনকে গোলাপি বলের টেস্টে খেলালেও ব্রিসবেনে দলের বাইরে। দলে নেই হর্ষিত রানাও। বদলে ভারতীয় দলে সুযোগ পেলেন রবীন্দ্র জাডেজা এবং আকাশ দীপ। গোলাপি বলের টেস্টে অশ্বিন সফল থাকার কারণেই তাঁকে অ্যাডিলেডে খেলেছিলেন। ব্রিসবেনে তাঁর জায়গায় জাদেজা। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল। জাদেজা বল হাতে যেমন কার্যকরী, তেমনই ব্যাট হাতেও। জাদেজা ফেরায় ভারতের লোয়ার অর্ডার কিছুটা শক্তিশালী হবে জাডেজা দলে ফেরায়। আকাশ দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত ছিল। অ্যাডিলেডে হর্ষিত সে ভাবে নজর কাড়তে পারেননি। তাই তাঁর জায়গায় আকাশকে ফেরানো হল। ঘরের মাঠে ভাল ফর্মে ছিলেন আকাশ। কিন্তু অস্ট্রেলিয়ায় পার্‌থে প্রথম টেস্টে খেলানো হয়নি তাঁকে। দ্বিতীয় টেস্টেও সুযোগ পাননি। তৃতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে আকাশকে। সুযোগ পেয়ে তা কাজে লাগাতে হবে বাংলার পেসারকে। না হলে দলে জায়গা পাওয়া কঠিন হবে তাঁর পক্ষে।

ব্রিসবেনে ফের বৃষ্টি, দ্বিতীয়বার থমকাল ম্যাচ। গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে শুরুতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বৃষ্টির বাধা টপকে পুনরায় শুরু প্রথম দিনের খেলা। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে টস জেতেন রোহিত শর্মা। টস জিতে ভারত অধিনায়ক শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান হোমটিম অস্ট্রেলিয়াকে। অর্থাৎ, গাব্বায় রান তাড়া করবে টিম ইন্ডিয়া। ভারত তৃতীয় টেস্টের প্লেয়িং ইলেভেন একজোড়া রদবদল করে। অশ্বিনের জায়গায় দলে ঢোকেন রবীন্দ্র জাদেজা। হর্ষিত রানার জায়গায় মাঠে নামার সুযোগ পান আকাশ দীপ। অস্ট্রেলিয়ার ওপেনে উসমান খোয়াজা ও ন্যাথন ম্যাকসুইনি। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। প্রথম ওভারের তৃতীয় বলে লেগ-বাই চারে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- উসমান খোয়াজা, ন্যাথন ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জোশ হেজেলউড। ছবি- এএফপি।

ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল, যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed