February 11, 2025

জেলে রাত কাটিয়ে শণি সকালেই বেরিয়ে এলেন আল্লু, হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বাইরে এলেন অভিনেতা অর্জুন

0
Allu Arjun

অল্লু অর্জুনকে শুক্রবারই অন্তর্বর্তী জামিন দিয়েছিল তেলঙ্গানা হাই কোর্ট। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে তাঁকে জেল থেকে ছাড়া হয়নি। হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে ছিলেন অভিনেতা অল্লু অর্জুন। জেলেই রাত কাটল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের। শুক্রবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। শনিবার সকালে বেরিয়ে বাড়ি গিয়েছেন আল্লু। সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা।

‘রাজধর্ম পালন করেছি’, অল্লুর গ্রেফতারি প্রসঙ্গে মত তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর, ওড়ালেন আক্রোশের তত্ত্বও
৫ ডিসেম্বর অল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে গিয়েছিলেন আল্লু স্বয়ং। তাঁকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

আল্লুকে গ্রেফতার করতে জুবিলি হিল্‌সের বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, অভিনেতাকে পোশাক পরিবর্তনের সময়ও দেওয়া হয়নি। তাঁর ‘বেডরুমে’ আচমকা পুলিশ ঢুকে পড়ে। জলখাবার শেষ না করেই উঠতে হয় অল্লুকে। পুলিশের এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই অভিনেতাকে নিয়ে যাওয়া হয় চঞ্চলগুড়া জেলে। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন আল্লু। চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন ৫০ হাজার টাকার বন্ডে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed