আর্থিক অনিয়মের অভিযোগে চাকরিও গেল অপসারিত রেজিস্ট্রারের! রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে বরখাস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

আর্থিক অনিয়ম-সহ বহু অভিযোগ। অভিযুক্ত রবীন্দ্রভারতীর প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে বরখাস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সুবীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তদন্তে কর্তৃপক্ষ। ৫ নভেম্বর তদন্তকারী আধিকারিকের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর সাত দিনের মধ্যে সুবীরের জবাব চেয়েছিল বিশ্ববিদ্যালয়।

অভিযোগ ওঠার পরেও রেজিস্ট্রার পদে ছিলেন সুবীর। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর সুবীরের পরিবর্ত হিসাবে আশিস সামন্তকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসাবে নিয়োগ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এগ্জিকিউটিভ কাউন্সিলের বৈঠকে তদন্ত রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং প্রাক্তন ওই রেজিস্ট্রারের জবাবি চিঠি খতিয়ে দেখার পর বৈঠকেই সুবীরকে বরখাস্তের সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এক বিবৃতি দিয়ে সুবীরের সন্মন্ধে জানান, প্রাক্তন ওই রেজিস্ট্রারকে জরুরি ভিত্তিতে বরখাস্ত করা হচ্ছে। বরখাস্ত হওয়ার কারণে তিনি অবসরকালীন কোনও সুযোগসুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সুবীরের উদ্দেশে এ-ও বলা হয়েছে যে, তাঁর কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি হয়েছে, সে বাবদ অর্থও দিতে হতে পারে তাঁকে।