গাব্বায় প্রথম ভারতের সম্ভাব্য একাদশ? ব্রিসবেন টেস্টে ওপেনে রোহিত, বাদ গম্ভীরের পছন্দের হর্ষিত রানা! দলে বাংলার আকাশ দীপ?
ব্রিসবেনে ভারতের প্লেয়িং ইলেভেনে একাধিক বদল। অ্যাডিলেডের ভরাডুবির পরে ব্রিসবেন টেস্টের প্রথম একাদশে ভারত একাধিক রদবদল। টিম ইন্ডিয়ায় পার্থ টেস্টে রোহিতের অনুপস্থিতি নিয়ে অখুশি অনেকেই। ওপেনে ক্যাপ্টেনের অভাব টের পেতে দেননি লোকেশ রাহুল। পার্থের কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ভারতীয় দলকে নির্ভরতা দেন। লোকেশ প্রথম ইনিংসে ঘাসে ভরা পিচে ৭৪ বলে ২৬ রানের লড়াকু ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ১৭৬ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়ালের সঙ্গে ২০১ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন লোকেশ।
দ্বিতীয় টেস্টে দল ফিরেই লোকেশকে ওপেনিং থেকে সরিয়ে দিলে রোহিতকে প্রবল সমালোচনার মুখে পড়তে হতো। লোকেশকে বারবার টপ অর্ডার থেকে মিডল অর্ডারে ওঠা-নামা করতে হয় দলের প্রয়োজনে। লোকেশের নির্দিষ্ট ব্যাটিং অর্ডার না থাকা নিয়ে প্রায়শই সংশয়। ফলে রোহিত কার্যত বাধ্য হয়েই অ্যাডিলেডে মিডল অর্ডারে ব্যাট করতে নামেন। অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুলকে ওপেনে পোক্ত দেখায়নি। মিডল অর্ডারে ব্যর্থ হন রোহিত শর্মা। রাহুল প্রথম ইনিংসে একাধিকবার জীবনদান পেয়ে ৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান করে আউট হন। রোহিত ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করে মাঠ ছাড়েন।
অ্যাডিলেড টেস্টের পরে সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীদের স্পষ্ট দাবি, ব্রিসবেনের দ্বিতীয় টেস্টে রোহিত শর্মার ওপেনে ফেরা উচিত। দলের স্বার্থেই লোকেশের মিডল অর্ডারে ব্যাট করতে নামা দরকার। অ্যাডিলেড টেস্টে হারের পরে রোহিতের ওপেনে ফেরার সম্ভাবনা। গাব্বায় অনুশীলনে নতুন বলে প্র্যাক্টিসে বুমরাহ, সিরাজদের মোকাবিলা করছেন রোহিত। ইঙ্গিত রোহিতের ওপেনে ফেরার সম্ভাবনার। ব্রিসবেন টেস্টের ব্যাটিং অর্ডারে রদবদল ভারতের। বোলিং আক্রমণে একাধিক বদল। অশ্বিন, ওয়াশিংটন ও জাদেজার মধ্যে কোনও একজন সুযোগ পেতে পারেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। ব্রিসবেনের ঘাসে ভরা পিচ। পেসার হর্ষিত রানার বদলে ভারত মাঠে নামাতে পারে আকাশ দীপকে।
ব্রিসবেন টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), লোকেশ রাহুল, নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন/ওয়াশিংটন সুন্দর/রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।