February 17, 2025

কনিষ্ঠতম হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, প্রতিপক্ষ চিনের ডিং লিরেনকে হারালেন, উচ্ছ্বসিত মোদি, তরুণ দাবাড়ুর লড়াকু মনোভাবে মুগ্ধ আনন্দ

0
D Gukesh

দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করলেন। শেষ গেমে চিনের ডিং লিরেনকে হারিয়ে খেতাব জিতলেন ১৮ বছরের গুকেশ। ৭.৫-৬.৫ ফলে হারিয়ে দিলেন চিনের প্রতিপক্ষকে। কালো ঘুটি নিয়ে জিতলেন গুকেশ। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবার বোর্ডে নতুন ইতিহাস লিখল ভারত। কনিষ্ঠতম হিসাবে ৬৪ খোপের যুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ (D Gukesh)। ফাইনালে প্রতিপক্ষ চিনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। নজির গড়ে কেঁদে ফেললেন ভারতের তরুণ দাবাড়ু। দাবায় গতবারের বিশ্বচ্যাম্পিয়ন লিরেন। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই তাঁকে হারিয়ে দিলেন গুকেশ। কনিষ্ঠতম হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন, গ্যারি কাসপারভের নজির ভেঙে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন গুকেশ। চলতি বছরেই ইতিহাস গড়ে দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিল ভার‍ত। সেই দলের সদস্য ছিলেন চেন্নাইয়ের তরুণ দাবাড়ুও।

https://x.com/kharge/status/1867202228483694865?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1867202228483694865%7Ctwgr%5E6e636366dab86f005454a7e76669deae1f2ccfdc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fothers%2Fworld-chess-championship-2024-d-gukesh-is-the-youngest-world-champion-in-chess%2F

বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ১৩টি গেমে ম্যাচের ভাগ্য প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলে। ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে এসে আবারও সামান্য ভুলের খেসারত দিতে হয় ভারতীয় দাবাড়ুকে। বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। ১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। একেবারে শেষ মুহূর্তে গিয়ে জয় নিশ্চিত করেন গুকেশ। ৭.৫ পয়েন্ট নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের শহর চেন্নাইয়ে জন্ম গুকেশের। বাবা চিকিৎসক। মা মাইক্রোবায়োলজিস্ট। সাত বছর বয়সে দাবা খেলা শুরু গুকেশের। এক বছর পরেই অনূর্ধ্ব-৯ এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা জেতেন তিনি। অনূর্ধ্ব-১২ স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় পাঁচটি সোনা জেতেন গুকেশ। মাত্র ১২ বছর ৭ মাস ১৭ দিন বয়সে গ্র্যান্ড মাস্টারের যোগ্যতা অর্জন করেন তিনি।

https://twitter.com/narendramodi/status/1867204810308506097/photo/1

ভারতের কনিষ্ঠতম ও বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম (১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন রাশিয়ার সের্গে কারজ়াকিন) হন গুকেশ। ভারতীয় দাবায় তাঁর উল্কার গতিতে উত্থান সবার নজর কেড়েছিল। ২৬ বছর পরে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হন গুকেশ। ১১ বছর বয়সে গুকেশ বলেছিলেন, তিনি সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। তখনও গ্র্যান্ড মাস্টার হননি ভারতের তরুণ দাবাড়ু। কিন্তু ১১ বছর বয়সে বলা কথা সত্যি করলেন গুকেশ। ১৮ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। আনন্দের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। আনন্দের অ্যাকাডেমিরই ছাত্র। গুকেশ ২০২২ সালে অলিম্পিয়াডে একক বিভাগে সোনা জিতেছিলেন। ২০২৩ সালে সবচেয়ে কম বয়সে ২৭৫০ রেটিং পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই বছর সেপ্টেম্বরে আনন্দকে টপকে ভারতীয়দের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন গুকেশ। এ বার সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ।

https://x.com/narendramodi/status/1867204810308506097?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1867204810308506097%7Ctwgr%5Efbd1092173b64140dc6fdfdfc809c40d3966a0d8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fothers%2Fpm-modi-congratulate-d-gukesh-after-winning-world-championship%2F

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed