পারদ নিম্নগামী ৫ ডিগ্রি, শীতের মিঠে আমেজ ‘ডিসেম্বরের শহরে’ কুয়াশার চাদর

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালে। কুয়াশার দাপট থাকবে ছয় জেলাতে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে। ডিসেম্বরের শহরের ঘুম ভাঙল শীতের আমেজে। কলকাতাজুড়ে ঠান্ডার আমেজ। কনকনে শীতের ভোরে কুয়াশার চাদরে মুখ ঢাকলেও বেলা বাড়তে মিঠে রোদের দেখা শহরে। তিলোত্তমা শীতে কাঁপছে। বাদ নেই পশ্চিমের জেলাগুলিও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, জাঁকিয়ে শীতের স্পেল চলবে রবিবার পর্যন্ত।

উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ। দুদিনে কলকাতার তাপমাত্রা নেমেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস! কলকাতাতে ১৩ ডিগ্রির ঘরে পারদ! আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। রাতের তাপমাত্রা নেমেছে। হু হু করে নামছে পশ্চিমের জেলার পারদও। তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে। কুয়াশার দাপট ছয় জেলাতে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।