হতাশ ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা!চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের আশঙ্কা ম্যান সিটির, জিতল বার্সা, আর্সেনাল
চ্যাম্পিয়ন্স লিগে হারল ম্যাঞ্চেস্টার সিটি। প্রতিযোগিতা থেকে বিদায়ের আশঙ্কায় পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচ জিতে বার্সেলানো ও আর্সেনাল পয়েন্ট তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে এসেছে। জুভেন্টাসের বিরুদ্ধে খেলা ছিল ম্যান সিটির। চোট সারিয়ে আগের ম্যাচে খেলতে নেমেছিলেন আর্লিং হালান্ড। কেভিন দ্য ব্রুইন, বার্নান্দো সিলভা, জেরেমি ডোকু-সহ সিটির প্রথম সারির ফুটবলারেরা সকলেই থাকলেও জিততে পারল না দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের হয়ে গোল করেন ডুসান ভ্লাহোভিচ ও ওয়েস্টন ম্যাককেনি। গোটা ম্যাচে সিটির বলের দখল ছিল ৬৯ শতাংশ। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১২টি শট মারলেও একটিও গোল করতে পারেনি। এই হারের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুযায়ী প্রথম আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল প্লে-অফ খেলে আট দল কোয়ার্টারে যাবে। ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলের বাদ পড়ার আশঙ্কায় সিটি।
জিতেছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সেই ম্যাচেও প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে বার্সাকে এগিয়ে দেন অধিনায়ক রাফিনহা। সেরহউ গুইরাসির গোলে সমতা ফেরায় ডর্টমুন্ড। রবার্ট লেয়নডস্কির পরিবর্ত হিসাবে নামা ফেরান টরেস গোল করে আবার বার্সাকে এগিয়ে দেন। দ্বিতীয় বারও সমতা ফেরান গুইরাসি। বার্সাতে আটকাতে পারেনি ডর্টমুন্ড। দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন টরেস। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে স্পেনের ক্লাব। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ইংল্যান্ডের আর এক দল আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। জোড়া গোল করেন বুকায়ো সাকা। একটি গোল কাই হাভের্ৎজ়ের। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল। লিভারপুলের পর কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সা ও আর্সেনাল। ডর্টমুন্ডকে হারিয়ে নকআউট পর্বে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে দুঃসময় অব্যাহত ম্যান সিটির
অন্য ম্যাচে সাকার ফেরান তোরেসের জোড়া গোলের সৌজন্যে মোনাকোর বিরুদ্ধে ৩-০ গোলে জিতল আর্সেনাল। রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল এসি মিলান।