February 11, 2025

‌কড়া পদক্ষেপ জয় শাহের! দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায় বন্ধ হল আমেরিকার ক্রিকেট লিগ

0
Joy Shah

আইসিসি বাতিল করল আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ। জয় শাহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে দায়িত্ব নেন ১ ডিসেম্বর। আইসিসির উচ্চপদে পা রাখার পরই কড়া পদক্ষেপ। টি-টোয়েন্টি এবং টি-টেন লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে স্পষ্ট নির্দেশ সেই দেশের ক্রিকেট সংস্থাকে। ক্রিকেট লিগে আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম একাদশে অন্তত সাত জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে। আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। বেশ কিছু অনুমতি সংক্রান্ত বিষয়েও নিয়ম না মানার ফলে বাতিল করা হয়েছে আমেরিকার ক্রিকেট লিগগুলি।

আমেরিকার ক্রিকেট লিগের মুখ্য প্রচারমুখ ছিলেন ওয়াসিম আক্রম এবং ভিভিয়ান রিচার্ডস। লিগের অংশীদার ছিলেন শচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারের মতো ব্যক্তি থাকা সত্ত্বেও লিগগুলিতে পরিচালনগত সমস্যা। আইসিসি জানিয়েছে, আমেরিকার ক্রিকেট লিগ ঘিরে মাঠে এবং মাঠের বাইরে নানা ধরনের সমস্যা রয়েছে। বেশ কিছু ম্যাচে ছ’সাত জন বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়েছে। এই লিগে পিচগুলি খুবই খারাপ ছিল, যা সমস্যা তৈরি করেছে। ওয়াহাব রিয়াজ, টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয়েছে স্পিন বল করতে। বিদেশি ক্রিকেটারদের লিগে খেলানোর ব্যাপারে প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্যাও ছিল। আমেরিকার লিগে খেলা অনেক বিদেশি ক্রিকেটারের নাকি স্পোর্টস ভিসাই ছিল না। ভিসা নিতে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ। ভিসা না-নিয়ে অনৈতিক ভাবে খরচ কমানোর চেষ্টা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed