February 17, 2025

অ্যাডিলেডের মলে ক্ষুদের সঙ্গে ঋষভ, অস্ট্রেলিয়ায় বেবিসিটার পন্ত খুনসুটি!

0
Risav Pant

একদা টিম পেইন ম্যাচের মাঝে বেবিসিটার হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ঋষভ পন্তকে। ৫ বছর পরে ফিরে এল সেই ঘটনার স্মৃতি। ব্যাট হাতে মাঠে নামলে ঋষভ পন্ত অত্যন্ত নির্মম মেজাজের। বোলারদের মনোবল চূর্ণ করে দিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেন না টিম ইন্ডিয়ার তারকার উইকেটকিপার-ব্যাটার। মাঠ এবং মাঠের বাইরে অত্যন্ত প্রাণখোলা ও মজাদার চরিত্র। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের মতো করে উপভোগ করতে পছন্দ করেন পন্ত। তারকা ক্রিকেটার ছোটদের মতো মজা করতে পছন্দ করেন। উইকেটকিপিং করার সময় মজাদার সব মন্তব্য। পন্তের স্পাইডারম্যান গান। আইপিএলে সাক্ষাৎকার দেওয়া রিকি পন্টিংয়ের পিছনে দাঁড়িয়ে তাঁর অঙ্গভঙ্গিকে অনুকরণে পন্ত। পিছন থেকে অ্যাডাম গিলক্রিস্টের চোখ চেপে ধরতেও দেখা যায় পন্তকে।

https://x.com/rushiii_12/status/1866092117950382578?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1866092117950382578%7Ctwgr%5E1e4908922ec560f3f0b28a8fd76648d134f67ae5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fcricket%2Fbabysitter-pant-rishabhs-sweet-moment-with-a-little-girl-in-adelaide-goes-viral-31733806102505.html

অ্যাডিলেড টেস্টের পরে পন্তের এমনই এক কাণ্ড। বহুচর্চিত ‘বেবি সিটার’ কাণ্ডের স্মৃতি। অ্যাডিলেডের একটি মলে এক অনুরাগীর শিশু সন্তানের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় পন্তকে। বাচ্চাটিকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান পন্ত। ২০১৮ সালে বক্সিং ডে টেস্টের সময় ঋষভ পন্ত যখন ব্যাট করছিলেন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তথা উইকেটকিপার টিম পেইনকে স্লেজিং করতে শোনা যায়। ঋষভ পন্তকে পেইন তাঁর বাড়িতে বেবি সিটিংয়ের কাজের প্রস্তাব দেন। পেইন বলেন যে, পন্ত যদি তাঁর সন্তানদের দেখাশোনা করেন, তবে তিনি নিজের স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাবেন। পরে ঋষভ পন্ত টিম পেইনের সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকেন। ভারতীয় তারকার পাশে পেইনের স্ত্রী দাঁড়িয়ে ছিলেন অপর সন্তানকে কোলে নিয়ে। পেইনের স্ত্রীই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং লেখেন, ‘বেস্ট বেবিসিটার, ঋষভ পন্ত।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed