দুবাইয়ে ফর্মূলা ওয়ান দেখতে সৌরভ, আবু ধাবিতে কার রেসিংএ নজর প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের
কার রেসিংএ নজর বেহালার বঙ্গসন্তানের। একবার রেসিং কার চালিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির মত সৌরভেরও গাড়ি প্রীতি কম নয়। বেহালার বাড়িতে গাড়ির সম্ভার তাক লাগানোর মত। একাধিক বিএমডব্লিউয়ের মালিক মহারাজ। বিএমডব্লিউ বাইকও। রেস ওয়ান সার্কিটে সৌরভই প্ৰথম ক্রিকেটার হিসেবে নন। শচীন তেন্ডুলকরে সঙ্গে রেস ওয়ানের সম্পর্ক অনেক পুরোনো। ফেরারি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের সঙ্গেও তাঁর ব্যক্তিগত স্তরে হৃদ্যতা রয়েছে।
সৌরভ দুবাই এর আবু ধাবিতে বসে চোখ রাখলেন ফর্মূলা ওয়ানে। আবুধাবিতে বসেই উপভোগ করলেন দুরন্ত কার রেসিং।