রোহিতের সঙ্গে ঝগড়া, দলে ‘ব্রাত্য’ সামি! বর্ডার গাভাসকর ট্রফিতে দলে যোগ দেওয়া কঠিন মহম্মদ সামির?

চোট সারিয়ে পুরোপুরি ফিট। নিজে সবুজ সংকেত দিলেই বর্ডার গাভাসকর ট্রফিতে দলে যোগ দিতে পারবেন মহম্মদ সামি। ভারতীয় পেসারের শিবিরে প্রত্যাবর্তন নিয়ে তথ্যে শোরগোল। জানা যাচ্ছে, রোহিত শর্মার সঙ্গে ঝগড়া সামির! সেই কারণেই দলে ব্রাত্য? সামি জানিয়েছিলেন তিনি সম্পূর্ণ ফিট। মাঠে নামতে প্রস্তুত। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এবং অস্ট্রেলিয়ায় সামির খেলা নিয়ে সংশয় প্রকাশ করেন রোহিত। রোহিত বলেন, সামি ১০০ শতাংশ ফিট নন। ফলে অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে দলে রাখার ঝুঁকি নেওয়া যাবে না। রোহিতের এই মন্তব্যে বেশ বিরক্ত সামি। বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় রোহিতের সঙ্গে দেখাও করেননি। সেখানেই দুই তারকার মধ্যে কথা কাটাকাটি। ফিট থাকা সত্ত্বেও ভারত অধিনায়কের ‘আপত্তি’তেই দলে ফেরা হচ্ছে না বাংলার পেসারের?

পারথ টেস্টে জিতলেও অ্যাডিলেডে কামিন্সদের সামনে মুখ থুবড়ে পড়ে রোহিত অ্যান্ড কোং। গোলাপি বলের অ্যাসিড টেস্টে ১০ উইকেটে পরাস্ত দল। এবার কি সামিকে ফেরানো হবে দলে? রোহিত জানান, সামির জন্য দলের দরজা খোলা। টিম ম্যানেজমেন্ট পেসারকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না। লতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সামির পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে হিটম্যান বলেন, “সামির বিষয়ে ১০০ শতাংশেরও বেশি নিশ্চিত হতে চাই। কারণ অনেকদিন ও দলে নেই। ওকে চাপে ফেলতে চাই না। কতটা চাপ নিয়ে খেলতে পারছে, সেসব দেখেই ওর ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” বর্ডার গাভাসকর ট্রফিতে সামির দলে ফেরা অনিশ্চিত।