January 16, 2025

হুইলচেয়ার নিয়েই লাফ দিলেন শূন্যে, ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্পে সফল যুবক

0
Wheel chair

ঋষিকেশে হুইল চেয়ার নিয়ে বাঞ্জি জাম্প। ১১৭ মিটার উচ্চতায় হুইলচেয়ারে বসা এক ব্যক্তি ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প জয়। মাহিপাল সিং চৌহান। বাঞ্জি জাম্পিং, অ্যাড্রেনালিন জাঙ্কিদের রোমাঞ্চকর খেলা। অংশগ্রহণকারীদের ব্রিজ, ক্রেন বা ক্লিফের মতো উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফাতে দেখা যায়। নিরাপদে একটি ইলাস্টিক কর্ডের সঙ্গে সংযুক্ত। খেলাটি সাধারণত বিশেষভাবে সক্ষমদের জন্য নয়। উত্তরাখণ্ডের ঋষিকেশে এক ব্যক্তির সাফল্যে নিয়মকেই চ্যালেঞ্জ। হুইলচেয়ারে বসা ওই ব্যক্তি ১১৭ মিটার উচ্চতায় ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প জয় করেছেন, তার সাহসী কীর্তির একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

https://www.instagram.com/himalayanbungy/?utm_source=ig_embed&ig_rid=2c923bd9-b761-4c21-9611-a7f4f9e38a2c

ইনস্টাগ্রামে @himalayanbungy শেয়ার করা একটি ভিডিওতে এই বিস্ময়কর মুহূর্তটির ফুটেজে দেখা যায়, পক্ষাঘাতগ্রস্ত ওই ব্যক্তিকে সতর্কতার সঙ্গে সুরক্ষিত করছেন ক্রুরা, যাতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে। ক্রুরা আলতো করে তার হুইলচেয়ারটি ক্রেন থেকে ধাক্কা দেয়, তাকে ফ্রিফলের মধ্যে পাঠিয়ে দেয়। ক্লিপটি দেখে হতবাক অনেকেই। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘হুইলচেয়ারে বন্দি পক্ষাঘাতগ্রস্ত এক যোদ্ধা ১১৭ মিটার উচ্চতায় ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প জয় করে স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed