পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান, নর্থইস্ট বধ করে আইএসএলে জয়ের হ্যাটট্রিক
মোহনবাগান: ২ (মনবীর, লিস্টন)
নর্থ-ইস্ট ইউনাইটেড: ০
মোহনবাগানের কাছে হারল নর্থ-ইস্ট ইউনাইটেড। ডুরান্ড ফাইনালে জিতলেও আইএসএলের দুই লেগের ম্যাচেই সবুজ-মেরুন ব্রিগেডের কাছে হার আলাদিন আজেরাইরাদের। অ্যাওয়ে ম্যাচে ২-০ জিতলেন মনবীর-লিস্টনরা। আইএসএলের পয়েন্ট টেবিলে ফের শীর্ষে মোহনবাগান। রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। কার্ড সমস্যার জন্য নর্থ-ইস্ট ম্যাচে ছিলেন না দুই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং শুভাশিস বসু। পরিবর্তে মাঠে নামেন দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ন। আক্রমণাত্মক দিমিত্রি পেত্রাতোসরা।
প্রথমার্ধে দুই দলের রক্ষণভাগই আঁটসাট থাকায় শেষ পর্যন্ত গোল হয়নি প্রথম ৪৫ মিনিটে। দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মেজাজে সবুজ-মেরুন ব্রিগেড। ৬৪ মিনিটে বাজিমাত করলেন মনবীর সিং। মাঠের ডান প্রান্ত থেকে উঠে আসা বল ধরে শট মারেন তেকাঠির কোণ লক্ষ্য করে। গুরমিতকে বোকা বানিয়ে সোজা জালে জড়িয়ে যায় বল। ৭ মিনিটের মাথায় ফের গোল করে মোহনবাগানের তিন পয়েন্ট নিশ্চিত করেন লিস্টন কোলাসো। ডিফেন্ডারদের পায়ের জাল কাটিয়ে জোরালো শট গোল লক্ষ্য করে, আটকাতে ব্যর্থ হলেন গুরমিত। বেশ কিছু পরিবর্তন করেন মোলিনা। মাঠে নামেন জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট, দীপক টাংরিরা। খেলার শেষদিকে এসে বেশ কয়েকটি সেভ বিশাল কাইথের।