January 16, 2025

লজ্জা! এক দিনেই হারের হ্যাটট্রিক করল ভারত, রোহিত শর্মা-হরমনপ্রীতদের পর ছোটরাও পরাজিত

0
India

হারের রবিবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হেরেছে রোহিত শর্মার ভারত। রোহিতদের হার ১০ উইকেটে, গোলাপি বলে ফিকে ভারতীয় ক্রিকেট, সিরিজে সমতা ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। রবিবার ভারতের সিনিয়র দল দু’টি হেরে গেলেও জুনিয়রদের উপর ভরসা রেখেছিলেন সমর্থকেরা। কিন্তু ভুল শট নির্বাচনের খেসারত দিল বৈভবেরা। মেয়েদের ক্রিকেটেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছেন হরমনপ্রীত কউরেরা। ছোটদের এশিয়া কাপেও হার ভারতীয় দলের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। যুব এশিয়া কাপে হার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে। যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে হার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে রবিবার ভারত যে হারবে আশঙ্কা ছিলোই। ১০ উইকেটে হেরে যান রোহিতেরা। মেয়েদের দ্বিপাক্ষিক এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ৩৭১/৮ তোলে অস্ট্রেলিয়ার মহিলা দল। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৪৯ রানে। ছোটদের এশিয়া কাপেও হারতে হল ভারতকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৮ রান তোলে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ১৩৯ রানে শেষ হয়ে যায়।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল ছোটদের এশিয়া কাপে শুরু করেছিল হার দিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম হার। জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বৈভব সূর্যবংশীদের দল। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের। গত বারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশকে ১৯৮ রানে আটকে রাখার পরও জিততে পারল না তারা। ভারতের দুই ওপেনার আয়ুষ মাত্রে ১ এবং বৈভব সূর্যবংশী ৯ ভুল শট খেলে আউট হন। অধিনায়ক মহম্মদ আমন কিছুটা চেষ্টা করেছিলেন দলকে ম্যাচে ফেরানোর কিন্তু কোনও ব্যাটারই রান করতে পারেননি। বাংলাদেশের বোলারেরা একের পর এক উইকেট নেন। পেসার ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম তিনটি করে উইকেট নেন। বাংলাদেশকে ১৯৮ রানে আটকে রাখার কৃতিত্ব দিতে হবে ভারতীয় বোলারদের। বাংলার পেসার যুধাজিত গুহ এবং রাজস্থানের চেতন শর্মা মিলে শুরুতেই উইকেট নেন। মাঝের ওভারে কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুষ, হার্দিক রাজেরা ভাঙন ধরান। কিন্তু বোলারদের দাপট ধরে রাখতে পারলেন না ব্যাটারেরা। আইপিএলে কোটিপতি হওয়া বৈভব যে ভাবে ভুল লাইনে ব্যাট নিয়ে গিয়ে গালিতে ক্যাচ দিলেন, তাতে বলাই যায় ১৩ বছরের কিশোরের ব্যাট হাতে পরিণত হতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। ভারতের এই অনূর্ধ্ব-১৯ দলের অনেকেরই হয়তো আগামী দিনে সিনিয়র দলে জায়গা পেতে বেশ কিছুটা সময় লাগবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed