February 17, 2025

নিরুদ্দেশ সিরিয়ার প্রেসিডেন্টের বিমান? বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ?

0
Damaskas

বিদ্রোহীরা দামাস্কাসের দখল নিলে বিমানে রাজধানী ছাড়েন আসাদ! ফ্লাইটট্রেডারের তথ্য বলছে, অদৃশ্য হওয়ার আগে প্রায় ২ হাজার মিটার নিচে নেমে আসে বিমানটি। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। চেপে রাজধানী ছাড়ার সময় প্রেসিডেন্টের বিমান মাঝআকাশ থেকে উধাও। বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদ? হাই প্রোফাইল আসাদের বিমান রাডার থেকে আচমকা উধাও হয়েছে নিরাপত্তার কারণে।

আসাদের বিমান সংক্রান্ত তথ্য মিলেছে ফ্লাইটট্রেডার২৪.কম থেকে। দামাস্কাসের দখল নেয় বিদ্রোহী বাহিনী, সিরিয়ার মাটি ছাড়ে আসাদের বিমান (Ilyushin Il-76T)। দেশটির উপকূলের দিকে চলার সময় পরে ইউটার্ন করে বলে খবর। কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ওয়েবসাইটের লাইভ মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। ফ্লাইটট্রেডারের তথ্য বলছে, অদৃশ্য হওয়ার আগে হুড়মুড় করে প্রায় ২ হাজার মিটার নিচে নেমে আসে বিমানটি। হোমস শহর ডিঙোতে গেলে বিদ্রোহীদের আক্রমণের মুখে পড়ে আসাদের বিমান। এর পরই সেটি অদৃশ্য হয়ে যায়।

বিদ্রোহী বন্দুকবাজরাই বিমানটিকে গুলি করে নামিয়েছে? নাকি দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি! প্রধান প্রশ্ন, বিদ্রোহীদের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ কি নিহত হয়েছেন? বহাল তবিয়তে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট। নিরাপত্তার খাতিরে তাঁর বিমানের গতিবিধি রাডার থেকে মুছে ফেলা হয়েছে। রাশিয়ার নির্দেশে মিত্র সেনাঘাঁটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সবটাই এখন ধোঁয়াশায়। সিরিয়ার রাজধানী দামাস্কাসের দখল নিয়েছে বিদ্রোহীরা। রাজধানীতেই ঢুকেই ‘যুগের অবসান’ ঘোষণা করেছে। ‘স্বাধীনতা’র আনন্দে সিরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে রাজনৈতিক বন্দিদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed