পৌঁছে গেল কিট, সামির ভিসাও তৈরী! পাঁচ দিনের ক্রিকেটের ধকল নিতে পারবেন?
সামির ওজন কিছুটা বেড়েছে। ওজন কমিয়ে ফিটনেস বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সামির ফিটনেস খতিয়ে দেখেছেন এনসিএর বিশেষজ্ঞেরা। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য মহম্মদ সামিকে কি অস্ট্রেলিয়ায় পাঠানো হবে? এখনও সিদ্ধান্ত নিতে পারেননি অজিত আগরকরেরা। জাতীয় নির্বাচকেরা অপেক্ষা করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এনসিএ রিপোর্টের জন্য ফিটনেস পরীক্ষা দিচ্ছেন বাংলার পেসার। বোর্ডের এক আধিকারিক বলেছেন, “সামির কিট ইতিমধ্যেই অস্ট্রেলিয়া চলে গিয়েছে। ভিসাও তৈরি আছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি শেষ হলেই শামি অস্ট্রেলিয়া চলে যাবে। শেষ দুই টেস্টের জন্য ওকে ভারতীয় দল পাবে।”
চোট সারিয়ে এক বছর পর মাঠে ফেরা সামি কি পাঁচ দিনের ক্রিকেটের ধকল নিতে পারবেন? এই একটা প্রশ্নই ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই কর্তা এবং জাতীয় নির্বাচকদের। বাংলার হয়ে রঞ্জি ট্রফি একটি ম্যাচ এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফির সাতটি ম্যাচ খেলেছেন সামি। বাংলার হয়ে খেললেও শামির দেখভালের জন্য রাজকোটে ছিলেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন পটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। বিসিসিআই কর্তার কথায়, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য সামি বেঙ্গালুরু গিয়েছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে। সামিকে দেখে আপাত ভাবে ভালই মনে হয়েছে সকলের। ওর জামাকাপড় সব তৈরি রয়েছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত শংসাপত্রের জন্য অপেক্ষা করছি।’’
বিসিসিআই সূত্রে খবর, দু’-এক দিনের মধ্যেই সামির ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পেয়ে যাবেন আগরকরেরা। এনসিএর বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে সামিকে। সে ক্ষেত্রে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সামি। বোর্ড কর্তারাও সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সব প্রস্তুতি সেরে রেখেছেন। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য সামির কিট প্রস্তুত। ভিসাও করিয়ে রাখা হয়েছে। এনসিএর ছাড়পত্র না পেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলা না-ও হতে পারে বাংলার জোরে বোলারের। ১৫ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট।