January 14, 2025

নতুন বছরের উপহার কালীঘাট স্কাইওয়াক, তৈরি করতে খরচ প্রায় ৮০ কোটি টাকা, জানালেন মেয়র

0
Kalighat Skywalk

কালীঘাট স্কাইওয়াক। নতুন বছরে শহরের নাগরিকদের এক নতুন উপহার রাজ্যে সরকারের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাস। কলকাতা পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।”

করোনা-সহ বিভিন্ন কারণে স্কাইওয়াক তৈরি করতে অনেকটা সময় লেগেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তর স্কাইওয়াক তৈরি করতে খরচ প্রায় ৮০ কোটি টাকা। এখনও দিন ঠিক হয়নি। যে সমস্ত হকার এতদিন সেখানে হকারি করেন, তাঁদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রের খবর, হকারদের তরফে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, সে ক্ষেত্রে আগামী দুমাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটের যে মার্কেট করা হবে, সেখানে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। কালীঘাটের স্কাই ওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকারমুক্ত করা হয়েছিল। হকাররা আপাতত হাজরা পার্কে রয়েছে। কালীঘাট স্কাইওয়াক তৈরি হওয়া নতুন মার্কেটেই হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed