January 14, 2025

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন সিপিএম নেতা, ‘নেত্রীর চরণে প্রণাম’ শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের!‌ শুভেচ্ছা অভিষেকের

0
Hritabrata

প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত তৃণমূলের। জহর সরকারের বদলে রাজ্যসভার আসনটিতে ঋতব্রতর নাম ঘোষণা করল দল। দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি পদে থাকা ঋতব্রতকে সোশাল মিডিয়ায় এই খবর জানিয়ে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে দলের তরফে। ঋতব্রতর প্রতিক্রিয়া, নেত্রীর চরণে প্রণাম। ২০ ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন। বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার। আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন।

https://x.com/AITCofficial/status/1865305673195778346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1865305673195778346%7Ctwgr%5Eadfdf1363785cf91220a9cef060fc4f69e856ab5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Ftmc-announces-the-name-of-ritabrata-banerjee-as-rajya-sabha-candidate%2F

জহর সরকারের জায়গায় সংসদের উচ্চকক্ষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষনা রাজ্যের শাসকদলের। শুভেচ্ছা জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, ঋতব্রত এই পদের যোগ্য। নিজের দক্ষতা, যোগ্যতা আর পারফরম্যান্সের পুরস্কার পেলেন শ্রমিক নেতা।

https://x.com/abhishekaitc/status/1865312875515896206?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1865312875515896206%7Ctwgr%5Eadfdf1363785cf91220a9cef060fc4f69e856ab5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Ftmc-announces-the-name-of-ritabrata-banerjee-as-rajya-sabha-candidate%2F

অথচ, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঋতব্রত একসময়ে ছিলেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা। আশুতোষ কলেজে পড়াশোনার সময়ে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহের পাত্র ছিলেন ঋতব্রত।সিপিএম সূত্রে জানা যায়, বিশেষ ভাবে আগ্রহী বুদ্ধদেবের সৌজন্যেই ২০১৪ সালে তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিল সিপিএম। দলের শৃঙ্খলাভঙ্গ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মতো গুরুতর অভিযোগে ২০১৭ সালে ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করা হয়। ঋতব্রতর বিরুদ্ধে দলে তদন্তও হয়। সিপিএম থেকে বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন ঋতব্রত। শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়ার পর ফের রাজ্যসভায় পাঠাল তৃণমূল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed