‘উৎসর্গ’ পুলিশের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ, হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজ ট্রাফিক গার্ডে রক্তদান শিবিরের আয়োজন
‘উৎসর্গ’। পুলিশের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ। হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজ ট্রাফিক গার্ডের রক্তদান শিবিরের আয়োজন। আয়োজনের মুখ্য ভুমিকায় ছিলেন হাওড়া দ্বিতীয় হুগলী ব্রিজ ট্রাফিক গার্ডের আই সি জয়ন্ত সিনহা। ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় রক্তদানের প্রারম্ভীক পর্ব।
উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি, সন্তোষ ট্রফি জয়ী কোচ মৃদুল ব্যানার্জ্জী, পর্বতারোহী মলয় মুখার্জ্জী সহ পদস্থ পুলিশ আধিকারীকরা। রক্তদাতাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের অনুপ্রাণিত করেন। প্রধান উদ্যোক্তা জয়ন্ত সিনহা জানান রক্তের চাহিদা মেটাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।