অ্যাডিলেডে পর পর দুবার আলো নিভল? আলো বিভ্রাট নিয়ে মুখ পুড়েছে অসি ক্রিকেট বোর্ডের
প্রথম বার ২৮ সেকেন্ড এবং দ্বিতীয় বার ১ মিনিট ২৬ সেকেন্ড বন্ধ থাকে মাঠের ফ্লাডলাইট। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের আলো বিভ্রাট নিয়ে ভালোমতো মুখ পুড়েছে অসি ক্রিকেট বোর্ডের। অস্ট্রেলিয়ার মতো দেশে এভাবে খেলার মাঝে বিদ্যুৎ বন্ধ! অপ্রত্যাশিত। স্থানীয় সূত্র বলছে, মাঠকর্মীদের ভুলেই কাণ্ডটি ঘটেছে। বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা ছিল না। অন্ধকারে মজা করে দর্শকেরা মোবাইলের আলো জ্বালান।
অ্যাডিলেডে দিনরাতের টেস্টে ৫০ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন। টেস্ট ক্রিকেটের জন্য যা দুর্দান্ত বিজ্ঞাপন। দর্শকপূর্ণ স্টেডিয়ামে দিনের তৃতীয় সেশনে তখন ক্রিজে ছিলেন দুই অসি ব্যাটার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশানে। বল করছিলেন হর্ষিত রানা। সেসময়ে আচমকাই মাঠের সব ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। অন্ধকারে ঢেকে যায় পুরো মাঠ। ফ্লাডলাইট নিভে গেলেও মাঠের অন্যান্য আলো জ্বলছিল। কোনওমতে পরিস্থিতি সামাল দিয়ে ফ্লাডলাইট জ্বালানো হয়। শুরু হয় খেলা। মিনিট পাঁচেকের মধ্যে আবার বিভ্রাট। আবারও নিভে যায় ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিট ব্যাহত হয় খেলা। তবে সাময়িক সমস্যা মিটিয়ে আবার খেলা শুরু হয় দিনরাতের টেস্টে।
স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠের আলো বন্ধ করতে চেয়েছিলেন গ্রাউন্ড স্টাফরা। প্রযুক্তিগত গোলমালের জন্য মাঠের চারটি লাইট স্ট্যান্ডের আলোগুলি নিভে যায়। অ্যাডিলেডের স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের উপরে রয়েছে আলোর কন্ট্রোল রুম। পুরো ব্যবস্থা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংশ্লিষ্ট কর্মীরা নেটের আলো জ্বালাতে গিয়ে কম্পিউটারকে ভুল নির্দেশ দিয়ে ফেলেন। তাতে মাঠের ফ্লাডলাইন নিভে যায়। সংশ্লিষ্ট কর্মী পর পর দু’বার একই ভুল করেন।