আইএসএলে হারের হ্যাটট্রিক মহমেডানের, মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভের চাকরি থাকা নিয়ে জল্পনা?
পাঞ্জাব এফসি ২ (মাজসেন, মারজিয়াক)
মহমেডান ০
ভাগ্য কিছুতেই সহায় হচ্ছে না সাদা কালো শিবিরের। আইএসএলে আবার হার মহমেডানের। দিল্লিতে অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি-র কাছে ০-২ গোলে হার। আইএসএলে হারের হ্যাটট্রিক মহমেডানের। ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই মহমেডান। পাঞ্জাব ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল তিন নম্বরে। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভের চাকরি থাকবে কি না তা নিয়ে জল্পনা। মহমেডানের পুরনো রোগ যে কবে সারবে তা কেউই বলতে পারছেন না। কোচের কোনও দ্বিতীয় পরিকল্পনা নেই। হাতে ভাল ফুটবলার না থাকায় যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই খেলাতে হচ্ছে। ভাগ্য কিছুতেই বদলাচ্ছে না। ফুটবলারেরা সেই একই ভুল করছেন।
মহমেডানের সামাদ আলি মল্লিক, ফ্রাঙ্কা, রেমসাঙ্গাদের ভুলের খেসারত। প্রথমার্ধে দুই দলই সহজ কিছু সুযোগ নষ্ট করেছে। লুকা মাজসেনের একটি শট লেগেছে পোস্টে। সামাদ, ফ্রাঙ্কা সহজ সুযোগ নষ্ট করেন। দুই প্রধানের ম্যাচ, হেক্টরকে ছাড়াই চেন্নাইয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের চিন্তা কার্ড সমস্যা
দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যে পাঞ্জাবকে এগিয়ে দেন মাজসেন। ডান দিক থেকে ফিলিপ মারজিয়াকের শট পোস্টে লেগে ফেরার পর মহমেডানের ডিফেন্ডারেরা ক্লিয়ার করতে পারেননি। অমরজিৎ সিংহ কিয়ামের ভুলের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন মাজসেন। দ্বিতীয় গোল আট মিনিট পরেই। এ বার বক্সের বাইরে থেকে এজেকিয়েল ভিদালের পাসে বাঁ পায়ের শটে ভাস্কর রায়কে পরাস্ত করেন মারজিয়াক। জোড়া গোলের পর একটি পেনাল্টির আবেদন করেছিল মহমেডান। ফ্রাঙ্কাকে ফাউল করা হয়েছিল বক্সের ঠিক বাইরে। আলেক্সিস গোমেজ়ের শট অনেক উপর দিয়ে বেরিয়ে যায়। মহমেডানের খেলার মধ্যে তীক্ষ্ণতা নেই বললেই চলে। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভের বিদায় ঘন্টা বাজার অপেক্ষায়?