January 14, 2025

নতুন বছরেই ভারতে আসছেন পুতিন! ‘ইন্ডিয়া ফার্স্ট’ ও ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ে উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রনায়ককে

0
Vladimir Putin

ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নিশ্চয়তার পর বিদেশমন্ত্রকের তরফেও জানানো হল। এদিন মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আগামী বছর ভারতের সঙ্গে রাশিয়ার বার্ষিক সম্মেলন বসবে ভারতের মাটিতে। তবে ঠিক কোন সময় ওই বৈঠক হবে তা এখনও ঠিক হয়নি। তিমি বলেন, ”আমরা রাশিয়ার সঙ্গে বার্ষিক সম্মেলনে মিলিত হব। গতবারের সম্মেলন হয়েছিল মস্কোয়। যাতে যোগ দিতে প্রধানমন্ত্রী মস্কোয় গিয়েছিলেন। আগামী বছরের সম্মেলন হবে ভারতে। যদিও কোন সময় তা হবে, তা কূটনৈতিক স্তরে আলোচনার পরই ঠিক হবে।”

https://x.com/ANI/status/1865005513676931435?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1865005513676931435%7Ctwgr%5E3014cdca7c3f6cb3a2ee95d9febb43493a20d923%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Frussian-president-vladimir-putin-to-visit-india-in-early-2025%2F

পুতিনের ভারত সফরের দিকে লক্ষ্য আন্তর্জাতিক মহলের। মোদি সরকারের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির প্রশংসার পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়েও উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রনায়ক। ভারতে বিনিয়োগ নিয়েও উৎসাহ ব্যক্ত করেছেন। সম্প্রতি মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য বসতে চলা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই নানা হুঁশিয়ারি দেন। দেখা দিয়েছে শুল্ক সংশয়। বর্ষীয়ান রিপাবলিকান নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ট্রাম্পের হুঁশিয়ারির কথা মাথায় রেখেই ভারতের বাজারে বিনিয়োগের স্পষ্ট বার্তা দিয়ে পুতিন নিজের ‘কাজ’টি করলেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed