গোলাপি ম্যাচের প্রথম বলেই আউট যশস্বী! অ্যাডিলেড ওভালে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিল টিম ইন্ডিয়া, প্রথম একাদশে ৩টি বদল করে।
![Pink Ball Test](https://rknewz.com/wp-content/uploads/2024/12/AD-6-11.jpg)
সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নেমে যশস্বী জসওয়াল প্রথম বলেই এলবিডব্লিউ। অস্ট্রেলিয়ার মিতেল স্টার্কের বলে যশস্বী জসওয়াল গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। ক্রিজে শুভমন দিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে টস জিতে রোহিত শর্মা ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত এই টেস্টের প্রথম একাদশে ৩টি রদবদল করে। দলে ফেরেন রোহিত শর্মা, শুভমন গিল ও রবিচন্দ্রন অশ্বিন। বাদ পড়েন দেবদূত পাডিক্কাল পাডিক্কাল, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একটি বদল। চোট পাওয়া জোশ হেজেলউডের বদলে মাঠে নামায় স্কট বোল্যান্ডকে।
![](https://rknewz.com/wp-content/uploads/2024/12/AD-19.jpg)
অ্যাডিলেড টেস্টে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৩টি ছক্কা মারলেই ভারতের হয়ে টেস্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নজির গড়বেন। টপকে যাবেন বীরেন্দ্র সেহওয়াগকে। রোহিত এখনও পর্যন্ত টেস্টে মোট ৮৮টি ছক্কা মেরেছেন। সেহওয়াগ ভারতের হয়ে টেস্ট খেলতে নেমে ৯০টি ছক্কা মেরেছেন। বীরু আইসিসি একাদশের হয়ে টেস্ট খেলতে নেমে আরও ১টি ছক্কা হাঁকিয়েছেন।
![](https://rknewz.com/wp-content/uploads/2024/12/AD-20.jpg)
ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে মোট ১০৮ বার। ভারত জিতেছে ৩৩টি টেস্ট। অস্ট্রেলিয়া জিতেছে ৪৫টি টেস্ট। দু’দলের ২৯টি টেস্ট ম্যাচ ড্র হয় এবং ১টি টেস্ট টাই হয়। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, সকাল ৯টায়। ম্যাচটি এদেশে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ম্যাচের লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে হটস্টারের। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় দিন-রাতের টেস্ট ম্যাচটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। ম্যাচে ক্যাপ্টেন হিটম্যান। বুমরাহ ফিরছেন সহ-অধিনায়কের ভূমিকায়।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- উসমান খোয়াজা, ন্যাথন ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড। ছবি- এএফপি।
ভারতের প্রথম একাদশ- লোকেশ রাহুল, যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (ক্যাপ্টেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।