February 17, 2025

দিন-রাতের গোলাপি টেস্টে ধুঁকছে ভারত! মিচেল স্টার্কের গতি-সুইংয়ে পর্যুদস্ত ভারতীয় ব্যাটাররা

0
Rohit Sharma

ভারত: ১৮০/১০ (নীতীশ ৪২, স্টার্ক ৪৮/৬)
অস্ট্রেলিয়া: ৮৬/১ (ম্যাকসুইনি ৩৮*, বুমরাহ ১৩/১)
প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৯৪ রানে পিছিয়ে

দিনের শেষে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। কামিন্সদের রান ১ উইকেটে ৮৬। ৯৪ রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই রোহিতেরা। অ্যাডিলেডে প্রথম দিনের শেষে প্রবল চাপে ভারত। ব্যাট হাতে যেমন বড় রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া, তেমনই বল হাতেও সাফল্য এল না। প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮০ রানে। ৬ উইকেট তোলেন মিচেল স্টার্ক। সেখানে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেট হারিয়ে ৮৬। অজিরা এখনও পিছিয়ে আছে ৯৪ রানে।

বর্ডার গাভাসকর ট্রফির পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারলেন না রোহিত-বিরাটরা। স্টার্কের আগুনে পেস-সুইংয়ে হার মানল ভারত।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। দিনের প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফেরেন যশস্বী। ভারতের ইনিংসের হাল ধরেন রাহুল ও শুভমান গিল। স্টার্কের অতিরিক্ত বাউন্সে আউট হন রাহুল। মাত্র ৭ রানে ফিরে যান কোহলিও। ৮১ রানের মাথায় গিলেরও উইকেট হারায় ভারত।

রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে ছয় নম্বরে নেমেও রোহিত শর্মার ফর্মে ফেরা হল না। স্কট বোলান্ডের বলে ৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। প্যাট কামিন্সের আচমকা অতিরিক্ত বাউন্সে ফেরেন ঋষভ পন্থ। ইনিংসের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি। ৫৪ বলে ৪২ রান করেন ৩টি চার ও ৩টি ছয়ে। ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে যান অশ্বিন। সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ভারত থেমে যায় ১৮০ রানে। স্টার্ক ৪৮ রানে ৬ উইকেট নেন। টেস্ট ক্রিকেটে সেরা বোলিং। কামিন্স ৪১ রানে ২ উইকেট এবং বোল্যান্ড ৫৪ রানে ২ উইকেট নিলেন।

জবাবে অস্ট্রেলিয়ার সামনে সেভাবে চাপ তৈরি করতে পারেননি ভারতীয় পেসাররা। বুমরাহ ছাড়া দাগ কাটতে পারলেন না আর কেউই। বুমরাহর বলেই ম্যাকসুইনির ক্যাচ সহজ পড়ার ফলে অসি ওপেনার অপরাজিত আছেন ৩৮ রানে। যশপ্রীত বুমরার বলে প্রথম স্লিপে ক্যাচ দেন ম্যাকসুইনি। কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরতে পারেননি পন্থ। বল তাঁর হাতে লেগে রোহিতের কব্জিতে লাগে। অথচ রোহিত সহজেই ধরতে পারতেন ক্যাচটি। সে সময় ম্যাকসুইনির রান ছিল ৩। উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন বুমরাহ। ফ্লাডলাইটের আলোয় সিরাজ, রানারা উইকেট পেলেন না। নীতীশ রেড্ডি, অশ্বিনকে নিয়ে এসেও খুব একটা কাজের কাজ হল না। প্রথম দিনের শেষে ম্যাকসুইনিকে ২০ রানে সঙ্গ মার্নাস লাবুশেনের। অস্ট্রেলিয়া পিছিয়ে ৯৪ রানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed