January 14, 2025

ভারতীয় দলে একাধিক বদল!‌ দলে বাংলার আকাশ?‌অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথম একাদশে পরিবর্তন

0
Pink Ball Test

বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার, ৬ ডিসেম্বর। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে খেলেননি রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনেই দ্বিতীয় টেস্ট খেলবেন। অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিতকে। পার্‌থের প্রথম একাদশের পরিবর্তন অবশ্যম্ভাবী। অ্যাডিলেডে ভারতীয় দলের দু’দিন অনুশীলন দেখে কিছুটা আভাস পাওয়া গিয়েছে, কোন ১১জন খেলবেন গোলাপি বলের টেস্ট। ভারত অধিনায়ক রোহিত শর্মা অ‌্যাডিলেডে নিজেকে পাঁচ নম্বরে নামিয়ে আনছেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুল। অ‌্যাডিলেডে সুন্দরের বদলে অশ্বিনের ভাবনা থাকলেও, সম্ভাবনা ক্ষীণ!‌ একইভাবে আকাশ দীপ নাকি হর্ষিত রানা? নেটে বোলিংএ আকাশ বাহবা পেলেন ভারতীয় ব‌্যাটার রোহিত-বিরাট-শুভমানের। বাংলা পেসারের একটা ডেলিভারি কোহলিকে বিভ্রান্ত করে দিল। ম্যাচের আগের দিন অ্যাডিলেডের ২২ গজ দেখে ওপেনিং জুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর।

ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। ব্যক্তিগত প্রয়োজন সেরে গম্ভীর অস্ট্রেলিয়ায় যাওয়ার পর অ্যাডিলেড টেস্টের জন্য চূড়ান্ত প্রস্তুতি পর্ব শুরু হয়েছে রোহিতদের। সম্ভাব্য ব্যাটিং অর্ডার অনুযায়ী তিনি নেটে পাঠাচ্ছেন ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে টপ অর্ডারে ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলই। দলের স্বার্থে ব্যাটিং অর্ডারের নীচে নেমে যাবেন অধিনায়ক রোহিত। তিন নম্বরে শুভমন। চোটের জন্য প্রথম টেস্ট খেলতে পারেননি। চোট সারিয়ে নিয়মিত অনুশীলন করছেন শুভমন। শুভমন প্রথম একাদশে আসবেন প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাট করা দেবদত্ত পাড়িক্কলের জায়গায়।

মিডল অর্ডারে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরের পরিবর্তনের সম্ভাবনা নেই। নিজের জায়গায় খেলবেন বিরাট কোহলি। পাঁচ নম্বরে রোহিত। রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে দলের মিডল অর্ডারকে শক্তিশালী করবেন অধিনায়ক। ছ’নম্বরে ব্যাট করতে আসবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। প্রথম টেস্টে ব্যাটিং অর্ডারের এই জায়গায় খেলেছিলেন ধ্রুব জুরেল। লোয়ার মিডল ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে দুই অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। সাজঘরেই থাকতে হবে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। শেষ তিনটি জায়গা জোরে বোলারদের পরিবর্তনের সম্ভাবনা কম। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। পার্‌থে অভিষেক টেস্টে ভাল বল করেছেন হর্ষিত রানা। কোচ গম্ভীরের আস্থা রয়েছে তাঁর উপর। হর্ষিত ব্যাট করবেন ন’নম্বরে। দশে বুমরা। ব্যাটিং অর্ডারের শেষ জায়গা সিরাজের।

অ্যাডিলেডে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

ভারতের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ১৭ মাস পরে ফের অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নামছেন স্কট বোল্যান্ড। অসি দলনায়ক প্যাট কামিন্স প্রথম একাদশের গুরুত্বপূর্ণ রদবদলের ইঙ্গিত দেন। বোল্যান্ড অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে মাঠে নামবেন আহত জোশ হেজেলউডের বদলে। অ্যাডিলেড টেস্টে বল করার মতো ফিট মিচেল মার্শ। বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নামেন ২০২৩ সালের জুলাইয়ে। দীর্ঘ ১৭ মাস পরে ফের দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। সিরিজ শুরুর আগে ভারতীয়-এ দলের বিরুদ্ধে একটি বেসরকারি টেস্টে মাঠে নামানো হয় ৩৫ বছর বয়সী পেসারকে।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
উসমান খোয়াজা, ন্যাথন ম্যাকসুইনি, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যাকেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed